দেবদত্ত পাড়িক্কল। ছবি টুইটার
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ড সিরিজের জন্য দল ঘোষণা করেছে ভারত। অভিমন্যু ঈশ্বরণ, প্রসিদ্ধ কৃষ্ণের মতো তরুণরা সুযোগ পেলেও জায়গা হয়নি দেবদত্ত পাড়িক্কলের। তবে তরুণ এই ক্রিকেটারকে আশাহত হতে বারণ করছেন প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদ।
এ বারের আইপিএল-এ ভাল ছন্দে ছিলেন পাড়িক্কল। একটি শতরানও রয়েছে তাঁর নামের পাশে। কিন্তু সেই খেলা দাম পেল না এ বার। রিজার্ভ দলেও জায়গা পেলেন না তিনি। তবে প্রসাদের মতে, পাড়িক্কলের প্রতিভা বাকিদের থেকে অনেক বেশি। তাই তাঁর সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা।
এক সাক্ষাৎকারে প্রসাদ বলেছেন, “ক্রিকেটের দীর্ঘতম ফরম্যাটে খেলতে গেলে এখনও কিছুটা অপেক্ষা করতে হবে পাড়িক্কলকে। কিন্তু নিঃসন্দেহে ও-ই আমাদের ক্রিকেটের ভবিষ্যত। এটা নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু দীর্ঘতম ফরম্যাটের ক্রিকেটের জন্য ওকে হয়তো আরও এক বছর ঘরোয়া ক্রিকেট খেলতে হবে।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy