Advertisement
০৬ নভেম্বর ২০২৪
Table Tennis

দ্বিতীয় টিটি খেলোয়াড় পদ্মশ্রী, আপ্লুত মৌমা দাস

মৌমার দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাওয়ার ক্ষেত্রে একটি বিরাট তাৎপর্য আছে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ জানুয়ারি ২০২১ ২৩:১৬
Share: Save:

বাংলার খেলাধুলোর মুকুটে আরও একটি পালক। পদ্মশ্রী পাচ্ছেন মৌমা দাস। আপ্লুত বাংলার এই মহিলা টেবিল টেনিস খেলোয়াড়।

দিল্লি থেকে ফোন পাওয়ার পর প্রথমে বিশ্বাসই হয়নি মৌমার। বললেন, ‘‘ফর্ম ভর্তি করে পাঠাতে হয়। সেটা করেছিলাম ঠিকই, কিন্তু আশা করিনি, আমাকে এত বড় সম্মান দেওয়া হবে। তাই প্রথম যখন খবরটা পেলাম, বিশ্বাসই হয়নি।’’

মৌমার দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পাওয়ার ক্ষেত্রে একটি বিরাট তাৎপর্য আছে। পদ্মশ্রী সম্মানের ৬৭ বছরের ইতিহাসে মৌমা দেশের মাত্র দ্বিতীয় টেবিল টেনিস খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পেলেন। এর আগে ২০১৯ সালে শরথ কমল প্রথম টিটি খেলোয়াড় হিসেবে এই পুরস্কার পান। এতে আরও বেশি খুশি মৌমা। বললেন, ‘‘টিটি-তে আমি মাত্র দ্বিতীয় প্লেয়ার হিসেবে পদ্মশ্রী পেলাম। এই জন্যই প্রথমে বিশ্বাস হয়নি। এটা আমাকে আরও বেশি গর্বিত করেছে।’’

মেয়েকে এই পুরস্কার উৎসর্গ করে বললেন, ‘‘সবাই বলে ও আসার পর আমার জীবনে অনেক উন্নতি হয়েছে। এটাও একটা সাফল্য। তাই এই পুরস্কার ওকেই উৎসর্গ করলাম।’’ আন্তর্জাতিক পর্যায়ে টিটি-তে ভারতের আরও সাফল্য চাইছেন ৩৬ বছরের মৌমা। বললেন, ‘‘আন্তর্জাতিক মঞ্চে আরও সাফল্য দরকার আমাদের। না হলে দেশে এই খেলাটা জনপ্রিয় হবে না।’’

১৯৯৭ সালে দেশের হয়ে বিশ্ব টেবিল টেনিসে খেলা শুরু মৌমার। ২০০৪ সালের অলিম্পিক্সে দেশের প্রতিনিধিত্ব করেন। দ্বিতীয় অলিম্পিক্সে সুযোগ পান ১২ বছর পরে ২০১৬ সালে। পরের বছর বিশ্ব টেবিল টেনিসে মণিকা বাত্রাকে নিয়ে ডাবলসের কোয়ার্টার ফাইনালে ওঠেন। ২০১৮ কমনওয়েলথ গেমসে এই জুটি দেশকে রূপো এনে দেয়।

অন্য বিষয়গুলি:

Table Tennis mouma das
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE