Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

শূন্য ডিগ্রিতে অনু‌শীলন কিবুদের

 চেন্নাইকে হারানোর পরে রিয়াল কাশ্মীর নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জয় চাইছেন কিবু।

রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে জয় চাইছেন কিবু।

সাবির ইবন ইউসুফ
শ্রীনগর শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২০ ০৪:৫০
Share: Save:

কিবু ভিকুনা যখন শুক্রবার দুপুর সাড়ে বারোটায় অনুশীলন করতে মাঠে নামলেন, তখন তাপমাত্রা হিমাঙ্কের নীচে। জোসেবা বেইতিয়া থেকে সুহের ভিপি—সবাই মাঠে এসেছিলেন টুপি, জ্যাকেট পরে। হাতে ছিল গ্লাভস। সেই অবস্থায় কিছুক্ষণ ছোটাছুটির পরে গ্লাভস ছাড়া সবই খুলে রেখে পুরোদমে অনুশীলনে নেমে পড়ল পুরো দল। কৃত্রিম ঘাস এবং পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে।

চেন্নাইকে হারানোর পরে রিয়াল কাশ্মীর নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। রবিবার রিয়াল বনাম মোহনবাগানের ম্যাচ দেখতে তাই স্টেডিয়াম ভরে যাবে আশা করছে প্রশাসন। মোহনবাগান রয়েছে নিরাপত্তায় মোড়া সনওয়ারের হোটেলে। সেখান থেকে সেনা কনভয় কিবু বাহিনীকে নিয়ে আসে মাঠে। গতবার আই লিগে ভূস্বর্গ জয় করেছিল মোহনবাগান। তবে হেরে গিয়েছিল কলকাতায়, ঘরের মাঠে। কিবু চাইছেন, এবার দুটি ম্যাচই জিততে। দলের ম্যানেজার ইমরান খান ফোনে বললেন, ‘‘ইন্টারনেট চলছে না। এটা সবার কাছেই সমস্যা। বাকি সবই স্বাভাবিক। কোনও সমস্যা হচ্ছে না ফুটবলারদের। তবে নিরাপত্তার কারণে রাতে কেউ বাইরে বেরোচ্ছে না।’’

প্রায় পনেরো দিন পরে কিবুর দল আই লিগের ম্যাচ খেলতে নামছে। এবং বাড়তি শক্তি হিসেবে নতুন বিদেশি স্ট্রাইকার পাপা বাবাকর দিওহারাকে পেয়ে গিয়েছে মোহনবাগান। রিয়াল কাশ্মীর এখনও অপরাজিত। গতবারের চেয়ে এ বার নতুন বিদেশি এনে দলের শক্তি বাড়িয়েছেন কোচ ডেভিড রবার্টসন।

অন্য বিষয়গুলি:

Football I League 2019-20 Mohun Bagan Real Kashmir FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy