Advertisement
২৩ জানুয়ারি ২০২৫

আইজলকে নিয়ে সতর্ক থাকছেন চামোরোরা

মঙ্গলবার সকালে ফুটবলারদের বেতন নিয়ে বিক্ষোভে অনুশীলন বন্ধ করে প্রায় চল্লিশ মিনিট তাঁবুতে বসে ছিলেন জোসেবা বেইতিয়ারা। রাতে বেতন পেয়ে যাওয়ায় বুধবার কোনও সমস্যা হয়নি।

আলোচনায় মগ্ন চামোরো ও বেইতিয়া।—ফাইল চিত্র।

আলোচনায় মগ্ন চামোরো ও বেইতিয়া।—ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৯ ০৪:৫০
Share: Save:

তাঁর হাতে থাকা ছয় বিদেশিই সুস্থ। খেলানো যাবে পাঁচ জনকে। তা সত্ত্বেও দলের প্রয়োজনে চার জনকে ব্যবহার করবেন বলে জানিয়ে দিলেন মোহনবাগানের কোচ কিবু ভিকুনা। আইজল এফসির বিরুদ্ধে আই লিগের উদ্বোধনী ম্যাচ খেলতে যাওয়ার আগে শেষ অনুশীলনের পর সবুজ-মেরুন শিবিরের স্পেনীয় কোচ বলে দিলেন, ‘‘আমি সব বিদেশিকে নিয়েই যাচ্ছি। কিন্তু সকলকেই খেলাব, এমন কোনও নিশ্চয়তা দিচ্ছি না। আমি যে ভাবে দল তৈরি করেছি, তাতে প্রথম একাশে চার বিদেশির খেলার সম্ভবনা প্রবল।’’

মঙ্গলবার সকালে ফুটবলারদের বেতন নিয়ে বিক্ষোভে অনুশীলন বন্ধ করে প্রায় চল্লিশ মিনিট তাঁবুতে বসে ছিলেন জোসেবা বেইতিয়ারা। রাতে বেতন পেয়ে যাওয়ায় বুধবার কোনও সমস্যা হয়নি। তবে পুরো ঘটনার জন্য কর্তারা যাঁর দিকে আঙুল তুলছেন, সেই কোচ কিবুর সঙ্গে এ দিন মাঠেই দীর্ঘক্ষণ কথা বলতে দেখা গিয়েছে ক্লাবের অর্থ সচিবকে। সালভা চামোরোদের কোচ অবশ্য সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বলেছেন, ‘‘আইজলে গত বছর মোহনবাগান ধাক্কা খেয়েছিল। এ বারও পরিস্থিতি বেশ কঠিন। আমাদের লক্ষ্য তিন পয়েন্ট নিয়ে লিগ শুরু করা। সে ভাবেই ফুটবলারদের খেলতে হবে।’’

কিবু প্রথম ম্যাচের জন্য যে আঠারো জনকে বেছেছেন, সেই দলে নেই শিল্টন ডি’সিলভা, আজহারউদ্দিন মল্লিক এবং অরিজিৎ বাগুই। এ বছর তিনটি প্রতিযোগিতায় খেলেছে মোহনবাগান। একটিতেও চ্যাম্পিয়ন হতে পারেনি। কিবু অবশ্য বলেছেন, ‘‘এ পর্যন্ত ২০ টি ম্যাচ খেলেছি। আমাদের দল তৈরি।’’

আইজলে গিয়ে ফ্রান মোরান্তেদের খেলতে হবে কৃত্রিম ঘাসের মাঠে। সমস্যা হবে কি না জানতে চাওয়া হলে কিবু বলেন, ‘‘ওদেরও তো আমাদের এখানে এসে ঘাসের মাঠে খেলতে সমস্যা হবে। ঠান্ডা আছে। কৃত্রিম মাঠে খেলতে হবে। কিন্তু কোনও সমস্যাকেই আমি গুরুত্ব দিতে চাই না। সব পরিবেশেই খেলতে হয়।’’

আজ, বৃহস্পতিবার সকালেই মিজোরাম যাচ্ছে মোহনবাগান। সেখানে গিয়ে অনুশীলন করবেন শিল্টন পালেরা। প্রথম ম্যাচ শনিবার। ফলে দু’দিন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পাবেন বেইতিয়ারা। কিবু বলেছেন, ‘‘আইজল এফসি দলের ভিডিয়ো দেখেছি। শক্তিশালী প্রতিপক্ষ। খুব দ্রুত গতিতে খেলে।’’

অন্য বিষয়গুলি:

Football I League 2019 Mohun Bagan Aizawl FC
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy