জোড়া গোল মার্কাস জোসেফের ফেসবুক
ডুরান্ড কাপের ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে হার ভুলে জয়ে ফিরল মহমেডান স্পোর্টিং। কলকাতা লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল তারা। কল্যাণীতে টালিগঞ্জ অগ্রগামীকে ৩-১ ব্যবধানে হারিয়ে শেষ চারে পৌঁছাল আন্দ্রে চেরনিশভের ছেলেরা।
ম্যাচে দুটি গোল করেন ছন্দে থাকা মার্কাস জোসেফ। একটি গোল করেন দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা ফ্রাঙ্কি বুয়াম। টালিগঞ্জের হয়ে একটি গোল করেন তাঁদের ফরোয়ার্ড চিজোবা ক্রিসটোফার। কোয়ার্টার ফাইনালে ভবানীপুরের বিরুদ্ধে খেলবে মহমেডান। ম্যাচের ১৯ মিনিটেই প্রথম গোল করেন মার্কাস। প্রথমার্ধে চেষ্টা করেও আর গোল সংখ্যা বাড়াতে পারেনি মহমেডান। দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসেবে নামা ফ্রাঙ্কি ৫২ মিনিটে দূর থেকে শট করে গোল করেন। ৭২ মিনিটে ব্যবধান বাড়ান মার্কাস।
𝐅𝐮𝐥𝐥 𝐓𝐢𝐦𝐞!
— Mohammedan SC (@MohammedanSC) October 6, 2021
𝐌𝐚𝐫𝐜𝐮𝐬 𝐉𝐨𝐬𝐞𝐩𝐡 scored a stunning brace and 𝐏𝐡𝐫𝐚𝐧𝐠𝐤𝐢 𝐁𝐮𝐚𝐦 scored his first Mohammedan Sporting goal as we secured an emphatic 3-1 victory over Tollygunge Agragami in the qualifier.
⚽🏃 #JaanJaanMohammedan ✊💪🔥#CFL 🏆#IndianFootball pic.twitter.com/lnAVnFBCUQ
ম্যাচের শেষ লগ্নে বিদেশি ডিফেন্ডার শাহ শাহিন লাল কার্ড দেখায় কোয়ার্টার ফাইনালের আগে সমস্যায় পড়ে গেল মহমেডান। পেনাল্টি বক্সের ভেতরে গোলে ঢুকতে থাকা বলে হাত লাগানোয় তাঁকে লাল কার্ড দেখান রেফারি। যদিও এই সিদ্ধান্ত নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। পেনাল্টি থেকে গোল করেন টালিগঞ্জের ক্রিস্টোফার।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy