ভারতীয় মহিলা ক্রিকেট দল প্রথম বার দিন-রাতের টেস্ট খেলতে নামবে। সেপ্টেম্বরের সেই ম্যাচে ভারতীয় দলের অধিনায়ক থাকছেন মিতালি রাজ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি দিন-রাতের টেস্ট খেলবে ভারত। এক দিনের ক্রিকেটেও অধিনায়ক মিতালি।
মঙ্গলবার অস্ট্রেলিয়া সফরের দল ঘোষণা করে বিসিসিআই। টি২০ সিরিজে অধিনায়ক থাকছেন হরমনপ্রীত কৌর। পারথের মাঠে দিন-রাতের টেস্ট খেলবে ভারত। ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে সেই টেস্ট।
ইংল্যান্ড সফরে যে ভারতীয় দল গিয়েছিল তার থেকে খুব বেশি পরিবর্তন করা হয়নি। টেস্ট এবং এক দিনের ক্রিকেটের দলে ফিরেছেন স্নেহ রামা। বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড় দলে ফিরেছেন। বাদ গিয়েছেন প্রিয়া পুনিয়া এবং ইন্দ্রানী রায়।
🚨 NEWS 🚨: India Women’s squad for one-off Test, ODI and T20I series against Australia announced. #TeamIndia #AUSvIND
— BCCI Women (@BCCIWomen) August 24, 2021
More Details 👇
টি-টোয়েন্টি দলে নতুন মুখ রেনুকা সিংহ ঠাকুর এবং যস্তিকা ভাটিয়া।