সচিনের বাড়িতে মীরাবাই। ছবি টুইটার
টোকিয়ো অলিম্পিক্সে রুপোজয়ী ক্রীড়াবিদ মীরাবাই চানুর সঙ্গে দেখা করলেন সচিন তেন্ডুলকর। মুম্বইয়ে সচিনের বাড়িতেই আমন্ত্রিত হয়ে এসেছিলেন মণিপুরের এই ভারোত্তোলক। সেখানেই তাঁদের কথা হয় দীর্ঘক্ষণ। পরে দু’জনেই টুইট করে সাক্ষাতের কথা জানিয়েছেন।
অলিম্পিক্সের প্রথম দিনেই ভারতকে আনন্দ দিয়েছিলেন মীরাবাই। কর্ণম মালেশ্বরীর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে অলিম্পিক্স ভারোত্তোলনের পদক জেতেন। তাঁর সৌজন্যে প্রথম বার অলিম্পিক্সের প্রথম দিনেই পদক পায় ভারত।
বুধবার চানু টুইট করেন, ‘বুধবার সকালে সচিন তেন্ডুলকর স্যরের সঙ্গে দেখা হয়ে খুব ভাল লাগল। ওঁর বুদ্ধিদীপ্ত কথা এবং অনুপ্রেরণা সব সময় আমার সঙ্গে থাকবে। প্রচণ্ড অনুপ্রাণিত হয়েছি’।
Loved meeting @sachin_rt Sir this morning! His words of wisdom & motivation shall always stay with me. Really inspired. pic.twitter.com/Ilidma4geY
— Saikhom Mirabai Chanu (@mirabai_chanu) August 11, 2021
Equally happy to meet you this morning, @mirabai_chanu! 🙂
— Sachin Tendulkar (@sachin_rt) August 11, 2021
It was wonderful talking to you about your inspiring journey from Manipur to Tokyo.
You've got places to go in the coming years, keep working hard. https://t.co/YH4ta0cVY0
ঘণ্টা দুয়েক পরে মীরাবাইয়ের টুইটের উত্তর দেন সচিন। তিনি লেখেন, ‘তোমার সঙ্গে বুধবার সকালে আলাপ করে খুবই ভাল লেগেছে। মণিপুর থেকে টোকিয়ো পর্যন্ত তোমার অনুপ্রেরণামূলক যাত্রা নিয়ে কথা বলে খুব ভাল লাগল। আগামী দিনে আরও অনেক জায়গায় যেতে হবে তোমাকে, কঠোর পরিশ্রম করতে থাকো’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy