Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Cricket

ধোনি আর পন্টিংয়ের চরিত্রে এই বিশেষ মিল খুঁজে পেলেন মাইক হাসি

ধোনি ও পন্টিং দু’জনেই বিশ্বজয়ী দলের ক্যাপ্টেন। পন্টিং দু’টি বিশ্বকাপ জিতেছেন। এক বার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন।

ধোনি ও পন্টিং। দুই তারকার মধ্যে মিল রয়েছে। — ফাইল চিত্র।

ধোনি ও পন্টিং। দুই তারকার মধ্যে মিল রয়েছে। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১৫ এপ্রিল ২০২০ ১৫:০২
Share: Save:

অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনিরিকি পন্টিং দু’জনেই চাপ সামলাতে দক্ষ। সতীর্থদের অনুপ্রাণিত করতে দক্ষ। ব্যর্থতা নিয়ে বেশি ভাবিত হন না দু’জনেই। ধোনি ও পন্টিং— এই দু’জনের সঙ্গেই খেলার অভিজ্ঞতা রয়েছে মাইক হাসির।

চেন্নাই সুপার কিংসে হাসির অধিনায়ক ছিলেন ধোনি। খুব কাছ থেকে ভারতের প্রাক্তন অধিনায়ককে দেখে হাসি বলছেন, ‘‘ধোনির সব চেয়ে বড় গুণ হল, ও পরাজয় নিয়ে বেশি ভাবনাচিন্তা করে না। অন্যদের মতো হেরে গেলে ধোনিও হতাশ হয়। দ্রুতই হারের ধাক্কা কাটিয়ে উঠে পরের ম্যাচের দিকে মন দেয়। এটা এক জন অধিনায়কের বিরাট বড় গুণ।’’

ধোনির মতোই গুণের অধিকারী প্রাক্তন অজি অধিনায়ক পন্টিং। হাসি বলছেন, ‘‘রিকি পন্টিংও একই গুণের অধিকারী। ভাল বা খারাপ খেললে তা নিয়ে বেশি ভাবতে বসে না। ধারাবাহিক ভাবে পারফর্ম করে যেতে পারে। নিজের পারফরম্যান্স দিয়ে সতীর্থদের অনুপ্রাণিত করতে পারে।’’

আরও পড়ুন: অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল আইপিএল

ধোনি ও পন্টিং দু’জনেই বিশ্বজয়ী দলের ক্যাপ্টেন। পন্টিং দু’টি বিশ্বকাপ জিতেছেন। এক বার বিশ্ব চ্যাম্পিয়ন দলের সদস্য ছিলেন। ধোনি টি টোয়েন্টি ও ওয়ান ডে বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন।

অন্য বিষয়গুলি:

Michael Hussey Ricky Ponting MS Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE