মেহুলি ঘোষ। ছবি ফেসবুক।
বুধবার সোনা জিতেছিলেন। বৃহস্পতিবার রুপো পেলেন মেহুলি ঘোষ। দক্ষিণ কোরিয়া চ্যাংওনে শুটিং বিশ্বকাপে মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেল দলগত বিভাগে রুপো জিতলেন এলাভেনিল ভালারিভান এবং রমিতার সঙ্গে জুটি বেঁধে। এ দিন বিকেলের মেহুলিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন মেহুলিদের জুটি ফাইনালে নেমেছিল দক্ষিণ কোরিয়ার জিহিয়োন কিউম, ইউনসিয়ো লি এবং দায়েয়ং গুয়োনের বিরুদ্ধে। ১০-১৬ পয়েন্টে হেরে যান মেহুলিরা। এই বিশ্বকাপে এখন সবার উপরে রয়েছে ভারত। সকালেই ভারতকে সোনা এনে দেয় অর্জুন বাবুটা, শাহু তুষার মানে এবং পার্থ মাখিজার জুটি। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে তারা আয়োজক দেশ কোরিয়াকে ১৭-১৫ পয়েন্টে হারায়। তিনটি সোনা, চারটি রুপো এবং একটি ব্রোঞ্জ নিয়ে পদকতালিকায় সবার উপরে শেষ করেছে ভারত।
Heartiest congratulations to the young achiever Mehuli Ghosh for her brilliant performance at the International Shooting Championship.
— Mamata Banerjee (@MamataOfficial) July 14, 2022
Your performance has brought pride to the Nation and shown the world once again that for Bengal's daughters the sky is the limit!
মমতা বিকেলে টুইটে লেখেন, ‘আন্তর্জাতিক শুটিং চ্যাম্পিয়নশিপে অসাধারণ পারফরম্যান্সের জন্য মেহুলি ঘোষকে হার্দিক শুভেচ্ছা। তোমার পারফরম্যান্স গোটা দেশকে গর্বিত করেছে এবং গোটা বিশ্বকে আরও এক বার দেখিয়ে দিয়েছে যে বাংলার মেয়েদের কাছে আকাশই সর্বোচ্চ সীমা।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy