আর ব্যাটসম্যান নন বিরাট কোহলী, রোহিত শর্মারা। —ফাইল চিত্র
এখন থেকে আর ব্যাটসম্যান নন বিরাট কোহলী, রোহিত শর্মারা। ক্রিকেটের নিয়ম যারা তৈরি করে, সেই মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে ব্যাটসম্যান নয়, বলতে হবে ব্যাটার। ব্যাটসম্যান শব্দটিতে শুধু মাত্র পুরুষদের কথা বোঝানো হচ্ছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হল।
এমসিসি-র এক কর্তা বলেন, “ক্রিকেটকে সকলের জন্য করে তুলতে চায় এমসিসি। সেই জন্যই এমন সিদ্ধান্ত। কোনও লিঙ্গভেদ রাখতে রাজি নয় এমসিসি।” মিতালি রাজ, হরমনপ্রীত কৌরদের ব্যাটসম্যান বলা যায় না। সেই সমস্যা দূর করতে ব্যাটার শব্দটি নিয়ে এল এমসিসি।
এখন থেকেই এই নিয়ম মেনে চলা হবে বলে জানিয়ে দিয়েছে লর্ডস। তাদের ক্রিকেটের নিয়ম সংক্রান্ত বইয়েও পরিবর্তন আনা হবে। সকলকেই এই নতুন নিয়মের সঙ্গে মানিয়ে নিতে বলা হয়েছে এমসিসি-র তরফে। সমস্ত সংবাদ মাধ্যমকেও ব্যাটার শব্দটি ব্যবহার করতে বলেছে তারা।
MCC has today announced amendments to the Laws of Cricket to use the gender-neutral terms “batter” and “batters”, rather than “batsman” or “batsmen”.
— Marylebone Cricket Club (@MCCOfficial) September 22, 2021
আধুনিক সময়ের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এই পদক্ষেপ খুবই জরুরি বলে মনে করছে এমসিসি। তাদের মতে ব্যাটার শব্দের ব্যবহারের মধ্যে দিয়ে বিবর্তন হতে চলেছে ক্রীড়া ক্ষেত্রে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy