এ ভাবে আউট মানতে পারছেন না ময়াঙ্ক আগরওয়াল। ছবি টুইটার থেকে নেওয়া।
সত্যিই কি আউট ছিলেন ময়াঙ্ক আগরওয়াল? নাকি প্রযুক্তির ব্যর্থতাতেই ড্রেসিংরুমে ফিরতে হল ডানহাতি ওপেনারকে? ওয়েলিংটন টেস্টে ময়াঙ্কের আউট জন্ম দিল বিতর্কের।
টিম সাউদির রাউন্ড দ্য উইকেট থেকে আসা ডেলিভারি পড়েছিল লেগস্টাম্পের অনেক বাইরে। স্কোয়ারে ফ্লিক করতে গিয়েছিলেন ময়াঙ্ক। কিউয়িদের আউটের আবেদনে সাড়া দিয়ে আঙুল তোলেন পাক আম্পায়ার আলিম দার। বেরিয়ে যাচ্ছিলেন ময়াঙ্ক। নন-স্ট্রাইকার প্রান্তে থাকা বিরাট কোহালির কথায় তিনি ডিসিশন রিভিউ সিস্টেমের সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নেন। আর মাত্র এক সেকেন্ড বাকি, এমন সময় তিনি ডিআরএসের ইঙ্গিত করেন।
আরও পড়ুন: দুই ইনিংসেই ব্যর্থ, পৃথ্বীর জায়গায় শুভমনকে দলে নেওয়ার দাবি
আরও পড়ুন: কেরিয়ারে ১১তম পাঁচ উইকেট, ইশান্ত ছুঁলেন ভারতের বাঁহাতি পেসারের রেকর্ড
রিভিউতেও স্পষ্ট হয়নি বল ব্যাটে লেগেছে কি না। হটস্পটে দেখা যায়, ময়াঙ্কের ব্যাটে কোনও বল লাগার দাগ নেই। তবে স্নিকোমিটারে ধরা পড়ে সামান্য চিহ্ন। কিন্তু তা ব্যাটের সঙ্গে বলের স্পর্শে তৈরি হওয়া, নাকি ব্যাট মাটিতে ঘষার ফলে তৈরি হওয়া, তা পরিষ্কার ছিল না। ফলে, সংশয় থেকেই গেল। তৃতীয় আম্পায়ার আউটের সিদ্ধান্ত বহাল রাখার পর ময়াঙ্ককে দেখা গেল মাথা নাড়তে নাড়তে ফিরছেন।
ধারাভাষ্যকাররা ময়াঙ্কের উইকেটকে ‘দুর্ভাগ্যজনক’ বলে চিহ্নিত করতে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও ক্রিকেটপ্রেমীরা এই সিদ্ধান্তকে তুলোধোনা করতে থাকেন। ৯৯ বলে ৫৮ করে ফেরেন ময়াঙ্ক। যাতে ছিল সাতটি চার ও একটি ছয়। তিনি যখন ফেরেন, তখন ভারতের তৃতীয় উইকেট পড়ে ৯৬ রানে।
Nothing on the hot spot but there is a spike on the RTS which was due to bat hitting the ground, we lose the review, Mayank Agarwal unlucky, Gough gives a ridiculos decision #INDvsNZTestCricket #INDvNZ
— Shiva (@shivabelieves) February 23, 2020
A stupid on-field decision and an even more stupid DRS decision costs Mayank Agarwal his wicket.
— Kaushik Kay (@indifferent_kay) February 23, 2020
The noise was off the bat hitting the ground and there was no hot-spot on the bat
Horrendous
As horrendous as the line Southee has assumed to bowl#NZvIND
Nothing on the hot spot but there is a spike on the RTS which was due to bat hitting the ground, we lose the review, Mayank Agarwal unlucky, Gough gives a ridiculos decision #INDvsNZTestCricket #INDvNZ
— Shiva (@shivabelieves) February 23, 2020
The inefficiencies in the DRS results in the dismissal of Mayank Agarwal@bhogleharsha @joybhattacharj what are your views on this?#INDvsNZ
— Manan Dave (@manandave18) February 23, 2020
It was the bat hitting the ground.. Very unlucky decision for mayank agarwal #INDvsNZ
— Gopal N (@GopalNarukulla) February 23, 2020
Aleem Dar Eyes & Ear coordination should be
— Dinda Sakka (@dinda_sakka) February 23, 2020
the head-scratching challenge for the medical research when he gave "Mayank Agarwal" out, moreover, Third Umpire #MichaelGough blindfolded & painfully took 3-4 min with all the gadgets to give a decision on DRS
Pujara Kohli @ICC @BCCI pic.twitter.com/7AHC0MC81k
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy