Advertisement
০৫ নভেম্বর ২০২৪
প্রিমিয়ার লিগের শেষ দিনে রুদ্ধশ্বাস লড়াই
EPL

চ্যাম্পিয়ন্স লিগে ম্যান ইউ ও চেলসি, দুরন্ত সিটিও

ইপিএলের শেষ ম্যাচে লেস্টার সিটির বিরুদ্ধে হারলেই আগামী মরসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে যেত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৭ জুলাই ২০২০ ০৪:০১
Share: Save:

ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও রানার্স ম্যাঞ্চেস্টার সিটি ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা অর্জন করে ফেলেছে। তৃতীয় ও চতুর্থ দল হিসেবে কারা যাবে তা নিয়েই আকর্ষণ ছিল ফুটবলপ্রেমীদের।

ব্রুনো-লিনগার্ড যুগলবন্দি: ইপিএলের শেষ ম্যাচে লেস্টার সিটির বিরুদ্ধে হারলেই আগামী মরসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার স্বপ্ন শেষ হয়ে যেত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। প্রথমার্ধ গোলশূন্য ভাবে শেষ হওয়ায় রক্তচাপ বাড়তে শুরু করেছিল ম্যানেজার ওয়ে গুন্নার সোলসারের। ৭১ মিনিটে স্বস্তি ফেরে ম্যান ইউ শিবিরে। পেনাল্টি থেকে গোল করেন ব্রুনো ফের্নান্দেস। সংযুক্ত সময়ে লাল কার্ড দেখেন লেস্টারের জনি ইভান্স। চার মিনিটের মধ্যেই ম্যান ইউকে ২-০ এগিয়ে দেন জেসে লিনগার্ড। আগামী মরসুমে ইউরোপা লিগে খেলবে লেস্টার।

ইপিএল

লেস্টার ০ - ম্যান ইউ ২

ম্যান সিটি ৫ - নরউইচ ০

চেলসি ২ - উলভস ০

নিউ ক্যাসল ১ - লিভারপুল ৩

নায়ক সেই জিহু: উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে স্ট্যামফোর্ড ব্রিজে প্রথমার্ধের সংযুক্ত সময়ে মেসন মাউন্ট গোল করে চেলসিকে এগিয়ে দেন। তিন মিনিটের মধ্যেই ২-০ করেন অলিভিয়ের জিহু।

ম্যান সিটির পাঁচ গোল: নরউইচ সিটিকে ৫-০ চূর্ণ করল ম্যাঞ্চেস্টার সিটি। ১১ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল জেসুস। প্রথমার্ধের সংযুক্ত সময়ে ২-০ করেন কেভিন দে ব্রুইন। ৭৯ মিনিটে ৩-০ করেন রাহিম স্টার্লিং। ৮৩ মিনিটে ৪-০ করেন রিয়াদ মাহরেজ়। ম্যাচের শেষ মুহূর্তে ৫-০ করেন দ্য ব্রুইন।

লিভারপুলের প্রত্যাবর্তন: ইপিএল চ্যাম্পিয়ন লিভারপুলের বিরুদ্ধে ম্যাচের এক মিনিটে গোল করে চমকে দিয়েছিলেন নিউ ক্যাসলের ডয়েট গেল। ৩৮ মিনিটে লিভারপুলকে ম্যাচে ফেরান ভার্জিল ফান ডাইক। ৫৯ মিনিটে ২-১ এগিয়ে দেন ডিভোক ওরিজি। ৮৯ মিনিটে ৩-১ করেন সাদিয়ো মানে।

জোড়া গোল আবুমেয়ংয়ের: ওয়াটফোর্ডকে ৩-২ হারাল আর্সেনাল। জোড়া গোল করেন পিয়ের এমরিক আবুমেয়ং (৫ ও ৩৩ মিনিট)। একটি গোল করেন কিয়েরান টিয়েরনি (২৪ মিনিট)। ওয়াটফোর্ডের গোলদাতা ট্রয় ডিনেই (৪৩ মিনিট) ও ড্যানি

ওয়েলবেক (৬৬ মিনিট)। বার্নলি ১-২ হারল ব্রাইটনের কাছে। ক্রিস্টাল প্যালেস বনাম টটেনহ্যাম ম্যাচের ফল ১-১। বোর্নমুথ ৩-১ হারাল এভার্টনকে।

অন্য বিষয়গুলি:

EPL Man U Chelsea Football Champion's League
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE