বিশ্বকাপে সোনা ভারতীয় শ্যুটারের ফাইল চিত্র
শ্যুটিং বিশ্বকাপে নজির গড়লেন ভারতীয় শ্যুটার মইরাজ আহমেদ খান। প্রথম ভারতীয় হিসাবে শ্যুটিং বিশ্বকাপে স্কিট প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি।
৪০ শটের ফাইনালে ৩৭ শটে শেষ করেন মইরাজ। স্কিট প্রতিযোগিতায় কোরিয়ার মিনসু কিম (৩৬ শট) রুপো ও ব্রিটেনের বেন লেওয়েলিন (২৬ শট) ব্রোঞ্জ জিতেছেন। ভারতীয় শ্যুটারদের মধ্যে সব থেকে বেশি বয়স মইরাজের। ৪৬ বছর বয়সি শ্যুটার এর আগে ২০১৬ সালের বিশ্বকাপে রুপো জিতেছিলেন। ভারতের হয়ে দু’বার অলিম্পিক্সেও অংশ নিয়েছেন তিনি।
মইরাজ ছাড়া সোমবার অঞ্জুম মুদগিল, আশি চোকসি ও সিফ্ট কউর সামরা ৫০ মিটার রাইফেল ৩পি দলগত প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন। ব্রোঞ্জপদকের ম্যাচে অস্ট্রিয়ার দলকে ১৬-৬ ব্যবধানে হারান তাঁরা।
এখনও পর্যন্ত শ্যুটিং বিশ্বকাপে ১৩টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে পাঁচটি সোনা, পাঁচটি রুপো ও তিনটি ব্রোঞ্জ রয়েছে। পদক তালিকায় সবার উপরে রয়েছে ভারত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy