Advertisement
০৪ নভেম্বর ২০২৪
Shooting World Cup

Shooting World Cup: শ্যুটিং বিশ্বকাপে সোনা মইরাজের, নজির গড়লেন ৪৬ বছরের শ্যুটার

শ্যুটিং বিশ্বকাপে আরও একটি সোনা জিতল ভারত। স্কিট প্রতিযোগিতায় সোনা জিতে নজির তৈরি করলেন মইরাজ আহমেদ খান।

বিশ্বকাপে সোনা ভারতীয় শ্যুটারের

বিশ্বকাপে সোনা ভারতীয় শ্যুটারের ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৯ জুলাই ২০২২ ১৫:৫৫
Share: Save:

শ্যুটিং বিশ্বকাপে নজির গড়লেন ভারতীয় শ্যুটার মইরাজ আহমেদ খান। প্রথম ভারতীয় হিসাবে শ্যুটিং বিশ্বকাপে স্কিট প্রতিযোগিতায় সোনা জিতলেন তিনি।

৪০ শটের ফাইনালে ৩৭ শটে শেষ করেন মইরাজ। স্কিট প্রতিযোগিতায় কোরিয়ার মিনসু কিম (৩৬ শট) রুপো ও ব্রিটেনের বেন লেওয়েলিন (২৬ শট) ব্রোঞ্জ জিতেছেন। ভারতীয় শ্যুটারদের মধ্যে সব থেকে বেশি বয়স মইরাজের। ৪৬ বছর বয়সি শ্যুটার এর আগে ২০১৬ সালের বিশ্বকাপে রুপো জিতেছিলেন। ভারতের হয়ে দু’বার অলিম্পিক্সেও অংশ নিয়েছেন তিনি।

মইরাজ ছাড়া সোমবার অঞ্জুম মুদগিল, আশি চোকসি ও সিফ্ট কউর সামরা ৫০ মিটার রাইফেল ৩পি দলগত প্রতিযোগিতায় ব্রোঞ্জ জিতেছেন। ব্রোঞ্জপদকের ম্যাচে অস্ট্রিয়ার দলকে ১৬-৬ ব্যবধানে হারান তাঁরা।

এখনও পর্যন্ত শ্যুটিং বিশ্বকাপে ১৩টি পদক পেয়েছে ভারত। তার মধ্যে পাঁচটি সোনা, পাঁচটি রুপো ও তিনটি ব্রোঞ্জ রয়েছে। পদক তালিকায় সবার উপরে রয়েছে ভারত।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE