দেশের হয়ে অভিষেক ম্যাচেই নজর কেড়েছেন নটরাজন। ছবি-সোশ্যাল মিডিয়া।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুটি ম্যাচ হেরে গেলেও তৃতীয় ম্যাচ জিতে মনোবল বাড়িয়ে নিয়েছে বিরাট কোহালির দল। শুক্রবার মানুকা ওভালে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচের বল গড়াচ্ছে। সেই ম্যাচে কোহালির হাতের তাস হতে পারেন টি নটরাজন।
তৃতীয় ওয়ানডে ম্যাচে এই বাঁ হাতি পেসার মারনাস লাবূশানে ও অ্যাস্টন অ্যাগারের উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জোরালো ধাক্কা দিয়েছিলেন। দেশের হয়ে অভিষেকে দুরন্ত পারফরম্যান্সের পরে নটরাজন ধন্যবাদ জানিয়েছেন প্রত্যেককে। টুইট করে এই বাঁ হাতি পেসার লিখেছেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করার অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। যাঁরা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আরও চ্যালেঞ্জের অপেক্ষায় রয়েছি’।
শুক্রবার আরও একটি চ্যালেঞ্জ অপেক্ষা করছে তাঁর জন্য। শেষ মুহূর্তে অস্ট্রেলিয়া যাওয়ার বিমানে ওঠা হয়নি কলকাতা নাইট রাইডার্সের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। কাঁধে চোটের জন্য ছিটকে যান টি টোয়েন্টি স্কোয়াড থেকে। বরুণের চোট জাতীয় দলের দরজা খুলে দেয় নটরাজনের জন্য। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে জায়গা পেয়ে যান সানরাইজার্স হায়দরাবাদের বাঁ হাতি পেসার নটরাজন। আইপিএলে দুর্দান্ত ইয়র্কার দিয়ে নজর কাড়েন তিনি। ১৬ ম্যাচে ১৬ উইকেট নেন তিনি।
আরও পড়ুন: কোহালি দেশে ফিরলে শুভমনকে খেলানো হোক, বলছেন আজহার
টি টোয়েন্টি ফরম্যাটে নটরাজন অনেক তারকা ব্যাটসম্যানকে বেগ দিয়েছেন। ইয়র্কারে ফিরিয়েছেন এবি ডিভিলিয়ার্সকে। সানরাইজার্স হায়দরাবাদের পেসার ইয়র্কারের জন্য বিখ্যাত হলেও তাঁর বোলিংয়ে বৈচিত্র্য রয়েছে। ধারালো বাউন্সার দিতে পারেন, স্লোয়ার দিতে দক্ষ। অফ কাটারে ব্যাটসম্যানকে বিভ্রান্ত করতে পারেন। নতুন বলেও উইকেট তুলে নিতে পারেন। শুক্রবার অজি ব্যাটসম্যানরা নটরাজনকে কীভাবে খেলেন সেটাই দেখার।
It was a surreal experience to represent the country. Thanks to everyone for your wishes.
— Natarajan (@Natarajan_91) December 3, 2020
Looking forward for more challenges 🇮🇳 pic.twitter.com/22DlO9Xuiv
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy