হরিদ্বারে গঙ্গায় পদক বিসর্জন দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন কুস্তিগিরেরা। ছবি: পিটিআই
হর কি পৌড়ী ঘাট ছাড়লেন কুস্তিগিরেরা। তাঁদের সেখান থেকে বার করে নিয়ে গেলেন কৃষক নেতারা।
কেন্দ্রকে পাঁচ দিনের সময়সীমা দিয়েছেন কুস্তিগিরেরা। যদি পাঁচ দিনের মধ্যে তাঁদের দাবি না মেটে তা হলে আবার গঙ্গায় পদক বিসর্জন দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
কৃষক নেতাদের পরামর্শে সিদ্ধান্ত বদল করলেন কুস্তিগিরেরা। মঙ্গলবার গঙ্গায় পদক বিসর্জন দিলেন না তাঁরা।
কৃষক নেতারা এসে উপস্থিত হয়েছেন সেখানে। তাঁরা কুস্তিগিরদের সঙ্গে কথা বলছেন। তাঁরা যাতে পদক গঙ্গায় বিসর্জন না দেন সেই অনুরোধ করছেন কৃষক নেতারা। আলোচনা চলছে।
কুস্তিগিরদের কাছে এসেছেন বেশ কয়েক জন সাধু। তাঁরা জানিয়েছেন, কুস্তিগিরদের সমর্থন করতে এসেছেন। সেই সঙ্গে সাধুদের অনুরোধ, কুস্তিগিরেরা যেন পদক গঙ্গায় বিসর্জন না দেন।
মাটিতেই বসে রয়েছেন সাক্ষী, বিনেশরা। তাঁদের চারদিকে মানবশৃঙ্খল করা হয়েছে। দু’এক জন ছাড়া পুলিশকর্মীদের দেখা মিলছে না। কুস্তিগিরেরা এখনও সংবাদমাধ্যমের সামনে কিছু বলেননি।
কুস্তিগিরদের সমর্থনে স্লোগান দিচ্ছেন সাধারণ মানুষ। অনেকে আবার কুস্তিগিরদের কাছে আবেদন করছেন, তাঁরা যেন পদক বিসর্জন না দেন। মাটিতে বসে পড়েছেন সাক্ষীরা। চোখে জল। যত সময় এগোচ্ছে তত ভিড় বাড়ছে হর কি পৌড়ী ঘাটে। ব্রিজভূষণের গ্রেফতারির দাবিতেও স্লোগান উঠছে সেখানে।
হর কি পৌড়ী ঘাটে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েছেন সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। বুকের কাছে একটি বাক্সে নিজেদের সব পদক ধরে রেখেছেন তাঁরা। সাক্ষীদের ঘিরে রয়েছেন পরিবারের লোকেরা। স্থানীয় অনেক মানুষ ভিড় করেছেন সেখানে।
বিকাল ৫টা নাগাদ হরিদ্বারে পৌঁছে যান সাক্ষী মালিক, বিনেশ ফোগটেরা। সঙ্গে অলিম্পিক্স পদক-সহ বাকি সব পদক নিয়ে গিয়েছেন তাঁরা।
Indian Wrestler Sakshi Malik And Other Wrestlers Protesting Against BJP MP Brijbhushan Singh Leaving For Haridwar To Throw Their Medals In Ganga River.@BajrangPunia @SakshiMalik #WrestlersProtest #JantarMantar pic.twitter.com/V1T4KvQGz1
— ਹਤਿੰਦਰ ਸਿੰਘ (@Hatindersinghr3) May 30, 2023
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy