বার্সেলোনায় খেলা এখনও নিশ্চিত নয় লিয়োনেল মেসির। বুধবার রাতের মধ্যে চুক্তি না হলে বার্সেলোনার জার্সি গায়ে হয়তো আর দেখা যাবে না মেসিকে।
২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার। ৩০ জুনের পর বার্সেলোনার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাবে মেসির। তার পর যে কোনও দলেই খেলতে পারেন তিনি। মেসির চুক্তি নিয়ে বার্সেলোনার পক্ষ থেকে এখনও কোনও কিছু জানানো হয়নি।
৩০ জুনের মধ্যে মেসির সঙ্গে চুক্তি করতে না পারলে বেশ লজ্জায় পড়তে হবে বার্সেলোনার প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে। দলের আর্থিক দুরবস্থার কারণে এমনিতেই বেশ চাপে রয়েছেন তিনি।
Culers ❤️ #Messi34 🎂
— FC Barcelona (@FCBarcelona) June 24, 2021
Our fans are the best! pic.twitter.com/ivi3ahusSc
এই মুহূর্তে বার্সেলোনা ক্লাবের ঋণ রয়েছে প্রায় ৮৯ হাজার কোটি টাকা। ২০১৭ সালে শেষ বার সই করেছিলেন মেসি। সেই চুক্তি শেষ হতে চলেছে বুধবার।
গত মাসে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে লাপোর্তা বলেন, “আমি চাই মেসি খুব তাড়াতাড়ি হ্যাঁ বলুক আমাদের। ওর সঙ্গে সব সময় যোগাযোগ রেখে চলেছি আমরা। মেসির সই করার ব্যাপারে আমি আশাবাদী। আমরা কৃতজ্ঞ যে ও বার্সেলোনায় থাকতে চায়।”
The Virtuoso pic.twitter.com/hmBZfy6dIF
— FC Barcelona (@FCBarcelona) June 24, 2021
আর্জেন্টিনার হয়ে সব চেয়ে বেশি ম্যাচ খেলা মেসি ব্যস্ত কোপা আমেরিকা খেলার জন্য। কোয়ার্টার ফাইনালের প্রস্তুতি নিচ্ছেন তিনি। এর মাঝেই বুধবারের মধ্যে তিনি বার্সেলোনায় সই করেন কি না সেই দিকে নজর থাকবে সমর্থকদের।