গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো নামবে সেল্টা ভিগোর বিরুদ্ধে। —ফাইল চিত্র
ঘোষণা করে দেওয়া হল লা লিগার সূচি। ২০২১-২২ মরসুমের লা লিগা শুরু হচ্ছে ১৫ অগস্ট থেকে। সেই দিনই মাঠে নামবে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদ।
বার্সেলোনার প্রথম ম্যাচ তাদের ঘরের মাঠে। তারা খেলবে রিয়াল সোসিদাদের বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদের প্রথম ৩টি ম্যাচই বাইরের মাঠে। কারণ সেই সময় সান্টিয়াগো বার্নাবিউ স্টেডিয়ামে সংস্কারের কাজ চলবে। মাদ্রিদ তাদের প্রথম ম্যাচ খেলবে আলাভেসের বিরুদ্ধে।
🆕🥁📝 Le calendrier complet de la 1ère journée de #LaLigaSantander 2021/22 ! ⚽ pic.twitter.com/NpuBiadbed
— LaLiga (@LaLigaFRA) June 30, 2021
বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের ম্যাচ ২৪ অক্টোবর। ফিরতি ম্যাচে মাদ্রিদের মাঠে দুই দল মুখোমুখি হবে ২০ মার্চ।
গত বারের চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো নামবে সেল্টা ভিগোর বিরুদ্ধে। ভ্যালেন্সিয়ার প্রথম ম্যাচ গেটাফের বিরুদ্ধে।
তবে বার্সেলোনা দলে মেসিকে দেখা যাবে কি না, তা এখনও স্পষ্ট নয়। চুক্তি শেষ হয়ে গিয়েছে তাঁর। এখন বিশ্বের যে কোনও দলে সই করতে পারেন মেসি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy