Advertisement
০৫ নভেম্বর ২০২৪
লা লিগা
La Liga

মেসির জাদুতে উজ্জ্বল দশ জনের বার্সেলোনাও

সেল্টা ভিগোর বিরুদ্ধেও নজর কাড়লেন সতেরো বছরের আনসু ফাতি।

ছবি: এএফপি।

ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৩ অক্টোবর ২০২০ ০৫:৫৫
Share: Save:

সেল্টা ভিগো ০ • বার্সেলোনা ৩

লিয়োনেল মেসি এখন বিধ্বংসী মেজাজে, সুযোগ পেলেই বিপক্ষকে যেন ছিন্নভিন্ন করে দেবেন— এমনটাই দাবি বার্সেলোনার সের্গি রবের্তোর। বৃহস্পতিবার লা লিগায় সেল্টা ভিগোকে ৩-০ হারানোর ম্যাচে আর্জেন্টিনীয় কিংবদন্তি সত্যিই ভয়ঙ্কর ছিলেন।

মেসি অবশ্য একা নন। সেল্টা ভিগোর বিরুদ্ধেও নজর কাড়লেন সতেরো বছরের আনসু ফাতি। ১১ মিনিটে দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে নিখুঁত ছোঁয়ায় ১-০ করেন। ২৬ ম্যাচে ১০ গোল করে ফেললেন ফাতি। যা করতে মেসির লেগেছিল ৩০ ম্যাচ!

সেল্টা ভিগোর মিডফিল্ডার ডেনিস সুয়ারেসকে ৪২ মিনিটে ফাউল করে ক্লেমঁ লংলে লাল কার্ড (দ্বিতীয় হলুদ) দেখায় ১০ জন হয়ে যায় বার্সা। ক্ষুব্ধ মেসি যা নিয়ে বিরতিতে টানেলে তর্কও করেন। ৫১ মিনিটে তাঁর শট সেল্টা ভিগোর লুকাস ওলাজ়ার পায়ে লেগে জালে জড়িয়ে যায়। সংযুক্ত সময়ে মেসির প্রতিহত হয়ে আসা শট গোলে ঠেলে দেন রবের্তো। ম্যাচের পরে রোনাল্ড কোমান বলেছেন, ‘‘দুই ম্যাচেই ছ’পয়েন্ট এল। ৭টা গোলও করেছি। একটাও গোল খাইনি। যা প্রমাণ করছে, বার্সার উন্নতি হচ্ছে।’’

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE