Advertisement
২২ জানুয়ারি ২০২৫
2011 Cricket World Cup Final

২০১১ বিশ্বকাপ ফাইনাল বিক্রি করেছিল শ্রীলঙ্কা! মন্ত্রীর অভিযোগে তীব্র চাঞ্চল্য

ছবি সংগৃহীত।

ছবি সংগৃহীত।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ জুন ২০২০ ০৩:০৮
Share: Save:

২০১১ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচে গড়াপেটা হয়েছিল। এবং তা করেছিলেন শ্রীলঙ্কার ক্রিকেটাররা! শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মহিন্দনন্দ অতুলগামাগে আচমকাই এমন বিস্ফোরক অভিযোগ করে বসলেন। দাবি করলেন, তাঁদেরই দল নাকি ইচ্ছা করে ভারতের কাছে সেই ফাইনাল হেরে যায়।

যদিও প্রাক্তন মন্ত্রী এমন মারাত্মক অভিযোগ করার সঙ্গে সঙ্গেই চরম প্রতিবাদ করে ওঠেন সেই বিশ্বকাপের অধিনায়ক কুমার সঙ্গকারা এবং ওয়াংখেড়েতে ফাইনালে সেঞ্চুরি করা মাহেলা জয়বর্ধনে। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর উদ্দেশে তাঁরা বলেছেন, ‘‘এমন অভিযোগের স্বপক্ষে প্রমাণ দিন।’’

২০১১ সালের ২ এপ্রিল মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল ভারত। ২৭৬ রান তাড়া করতে হয়েছিল ভারতকে। ৯৭ রান করেছিলেন গৌতম গম্ভীর। ৯১ রানে অপরাজিত ছিলেন ভারত অধিনায়ক ধোনি। ক্যাপ্টেন কুলের ছক্কা মেরে বিশ্বকাপ জেতানোর স্মৃতি আজও ভারতীয় ক্রিকেটভক্তদের হৃদয় জুড়ে রয়েছে। সেই ফাইনাল ঘিরেই এমন অভিযোগ ওঠায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শ্রীলঙ্কার প্রাক্তন মন্ত্রী অতুলগামাগে অবশ্য রাখঢাক না রেখেই দাবি করেছেন, ‘‘২০১১ বিশ্বকাপের ফাইনালের ফল আগে থেকেই ঠিক ছিল। আমিই তখন শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলাম। গড়াপেটার অভিযোগ যে একেবারে ভুল নয়, তা নির্দ্বিধায় বলে দিতে পারি।’’ যোগ করেন, ‘‘২০১১ বিশ্বকাপের ফাইনাল আমরা জিততে পারতাম। কিন্তু গড়াপেটার কারণে জেতা হয়নি। যদি এ বিষয়ে কেউ তর্ক করতে চায়, আমি প্রস্তুত।’’ যদিও যোগ করছেন, ‘‘তবে কোনও ক্রিকেটারকে এর মধ্যে জড়াতে চাই না।’’

সেই বিশ্বকাপে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন কুমার সঙ্গকারা। প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এই মন্তব্য শুনে তিনি হতাশ। সঙ্গকারা চান, সঠিক তথ্য দিয়ে এই অভিযোগ প্রমাণ করুন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সঙ্গকারা বলেছেন, ‘‘খুবই গুরুতর অভিযোগ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। যদি তাঁর কাছে যথেষ্ট প্রমাণ থাকে, তা হলে আইসিসি-র দুর্নীতি-দমন শাখার দ্বারস্থ হতে পারেন। সেই প্রমাণ খতিয়ে দেখার পরে তদন্ত শুরু হবে। তার পরে কারা ঠিক, কারা ভুল, প্রমাণ হয়ে যাবে।’’ মাহেলা তো চাঁচাছোলা ভাষায় পাল্টা আক্রমণ করেছেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রীকে। নিজের টুইটারে তাঁর প্রশ্ন, ‘‘সামনে কি ভোট আসছে? এখন থেকেই তো সার্কাস শুরু হয়ে গিয়েছে দেখছি।’’

অন্য বিষয়গুলি:

2011 Cricket World Cup Final Kumar Sangakkara Mahela Jayawardene Match Fixing Cricket
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy