নাইটদের মালকিন জুহি।
দিন কয়েক আগে নিউ জিল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ব্রেন্ডন ম্যাকালামকে কোচ করেছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএল-এর প্রথম সংস্করণের প্রথম ম্যাচেই নাইট রাইডার্স-এর হয়ে বিধ্বংসী ১৫৮ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
সেই ব্রেন্ডন ম্যাকালাম ফিরলেন তাঁর পুরনো ক্লাবে। তবে ক্রিকেটার হিসেবে নয়, হেড কোচ হিসেবে। ব্যাটের বদলে এ বার মগজাস্ত্রই তাঁর ভরসা। ম্যাকালামের সঙ্গে কেকেআর-এ যোগ দিচ্ছেন তাঁর দেশের প্রাক্তন বোলার কাইল মিলস।
আজ, শনিবার প্রাক্তন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ডেভিড হাসিকে দলের মেন্টর ঘোষণা করল কেকেআর। আগামী আইপিএল-এ কেকেআর-এর বোলিং কোচ কাইল মিলস। নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর বলেন, ‘‘ডেভিড হাসি ও কাইল মিলসকে নাইট রাইডারের পরিবারে স্বাগত জানানো হচ্ছে।’’ আগামী আইপিএলে হাসি ও মিলসের অভিজ্ঞতা কাজে লাগাবে কেকেআর। টি টোয়েন্টি খেলার অগাধ অভিজ্ঞতা হাসির।
৩০০-র বেশি টি টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে প্রাক্তন এই অজি তারকার। ২০০৮-১০ পর্যন্ত কেকেআর দলের সদস্য ছিলেন তিনি। অন্য দিকে মিলস নিউ জিল্যান্ডের হয়ে ১৯টি টেস্ট ম্যাচ খেলেছেন। ১৭০টি ওয়ানডে ও ৪২ টি টি টোয়েন্টি খেলার অভিজ্ঞতা সম্পন্ন মিলস কিউয়িদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy