রঞ্জন চৌধুরীর সঙ্গে মোহনবাগান ক্লাবে কিবু ভিকুনা নিজস্ব চিত্র
পুরনো ক্লাবের টানে ফের শহরে এলেন কিবু ভিকুনা। বুধবার কলকাতায় নামার পর বৃহস্পতিবার মোহনবাগান ক্লাবে আসেন মোহনবাগানকে আই লিগে চ্যাম্পিয়ন করা কোচ। ডেকে নেন প্রাক্তন সতীর্থ রঞ্জন চৌধুরীকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কিবু বলেন, ‘‘আই লিগ জেতার পরও ট্রফিটা দেখা হয়নি। তাই ক্লাবে ঘুরে গেলাম। রঞ্জনের সঙ্গেও অনেকদিন বাদে দেখা হল। জানিনা আবার কবে ভারতে আসব তাই ফেরার পথে কলকাতায় এসে মোহনবাগানে ঘুরে গেলাম। বেশ ভাল লাগছে এখানে এসে।’’
এ মুরসুমে আইএসএলে কেরল ব্লাস্টার্সের দায়িত্ব নিলেও ভাল কিছু করতে পারেননি। দায়িত্ব ছেড়ে গোয়া থেকে কলকাতায় চলে এলেন কিবু ভিকুনা। বুধবারই সস্ত্রীক কলকাতায় আসেন তিনি। তাঁর কলকাতায় আসার পরই শুরু হয় জল্পনা। তবে কি নতুন কোনও দায়িত্ব পেতে চলেছেন মোহনবাগানকে দ্বিতীয়বার আই লিগ জেতানো কোচ?
তবে এ বিষয়ে মুখ খুলতে নারাজ কোনও পক্ষই। বলা হচ্ছে সৌজন্যমূলক সাক্ষাতের জন্য এসেছেন তিনি। এটিকে মোহনবাগানই আইএসএলের শীর্ষস্থান দখল করে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলতে যাবে এমনটাই মনে করেন কিবু। এ কেরল ব্লাস্টার্সের প্রাক্তন কোচ কিবু বলেন, ‘‘আমার মনে হয় এটিকে মোহনবাগানের জন্য কাজটা কিছুটা সহজ। মাত্র এক পয়েন্ট দরকার রয় কৃষ্ণদের। এমন ম্যাচে অনুপ্রেরণার অভাব হয় না। তাই এই ম্যাচ জিততে সমস্যা হবে না হাবাসের ছেলেদের।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy