সচিন তেন্ডুলকর এবং মারিয়া শারাপোভা।
দীর্ঘ সাত বছর পরে মারিয়া শারাপোভার কাছে ক্ষমা চেয়ে নিল কেরলবাসী। কৃষকদের আন্দোলন নিয়ে সচিন তেন্ডুলকরের করা টুইটের পরেই নেটমাধ্যম জুড়ে মারিয়া শারাপোভার কাছে ক্ষমা চাওয়ার ধুম। রাশিয়ার টেনিস তারকা শারাপোভার কাছে কেন হঠাৎ ক্ষমাপ্রার্থী কেরলবাসী?
২০১৪ সালে উইম্বলডনে শারাপোভার খেলা দেখতে গিয়েছিলেন সচিন। শারাপোভাকে জিজ্ঞেস করা হয় সচিনকে চেনেন কি না। শারাপোভা বলেন ‘না’। এরপর তাঁর তুমুল সমালোচনা হয়। নেটমাধ্যম জুড়ে ঢেউ ওঠে যে তাঁরা কেউ শারাপোভাকে চেনেন না। এখন নেটাগরিকরা বলছেন, সত্যিই চেনার মতো কোনও গুণ সচিনের নেই। তাঁরা ক্ষমা চাইছেন শারাপোভার কাছে।
সাংসদ থাকার সময় ২০১৭ সালে কেরলের হাসপাতাল উন্নয়নে দান করেছিলেন সচিন। আইএসএলে কেরল ব্লাস্টার্সের দলের অংশীদার তিনি। কেরলবাসীর সঙ্গে বহু ভাবেই যুক্ত সচিন। তাঁকেই চিনতে অস্বীকার করলেন কেরলবাসীরা। বুধবার ‘ঐক্যবদ্ধ ভারত’ গড়ার ডাক দিয়ে টুইট করেছিলেন সচিন। তার পর থেকেই তাঁর প্রতি এমন বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে নেটাগরিকদের মধ্যে।
Anyone else got their years confused?! #😅 pic.twitter.com/ocfC8sanjy
— Maria Sharapova (@MariaSharapova) February 3, 2021
৭ বছরের পুরনো একটি ঘটনা ফিরে আসতে শারাপোভাও অবাক। টুইটারে তিনি একটি ছবি পোস্ট করে লেখেন, ‘সাল গুলিয়ে ফেলেছেন নাকি অনেকে’?
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy