Advertisement
০৫ নভেম্বর ২০২৪

এক রানে জিতে জাতীয় টি-টোয়েন্টি সেরা কর্নাটক

এর পরে রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারায় তামিলনাড়ু। তাদের অধিনায়ক দীনেশ কার্তিক ১৬ বলে ২০ রান করেন।

দুরন্ত: মণীশের ব্যাটে ৪৫ বলে ৬০।

দুরন্ত: মণীশের ব্যাটে ৪৫ বলে ৬০।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৯ ০২:২৯
Share: Save:

শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল তিন রান। উইকেটে দুই অশ্বিন। ব্যাট করছেন মুরুগন অশ্বিন, উল্টো দিকে আর অশ্বিন। কিন্তু এক রানের বেশি তুলতে পারেননি তাঁরা। যার ফলে ২০ ওভারের মুস্তাক আলি ট্রফিতে এক রানে তামিলনাড়ুকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল কর্নাটক। সুরাটে রবিবার কর্নাটকের পাঁচ উইকেটে ১৮০ রানের জবাবে ২০ ওভারে তামিলনাড়ুর স্কোর দাঁড়াল ১৭৯-৬। ফাইনালে দক্ষিণের দুই ক্রিকেট শক্তির লড়াইয়ে কর্নাটক ইনিংসকে টানেন মণীশ পাণ্ডে। ৪৫ বলে অপরাজিত ৬০ রান করেন কর্নাটকের অধিনায়ক। কে এল রাহুল করেন ১৫ বলে ২২। তামিলনাড়ুর বোলারদের মধ্যে দুটো করে উইকেট পান অফস্পিনার আর অশ্বিন এবং লেগস্পিনার মুরুগন অশ্বিন।

এর পরে রান তাড়া করতে নেমে নিয়মিত উইকেট হারায় তামিলনাড়ু। তাদের অধিনায়ক দীনেশ কার্তিক ১৬ বলে ২০ রান করেন। তামিলনাড়ুর হয়ে পাল্টা লড়াই শুরু করেন বাবা অপরাজিত (২৫ বলে ৪০) এবং বিজয় শঙ্কর (২৭ বলে ৪৪)। জয়ের জন্য শেষ দু’বলে চার রান দরকার, এই অবস্থায় কৃষ্ণাপ্পা গৌতমের পঞ্চম বলে রান আউট হয়ে যান বিজয়।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE