গত অক্টোবর মাসে কপিল নিজেও হৃদরোগে আক্রান্ত হন। ফাইল ছবি
অসুস্থ সৌরভ গঙ্গোপাধ্যায়ের উদ্দেশে টুইট করলেন কপিল দেব। রবিবার সকালে টুইট করে সৌরভের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।
শনিবার সকালে জিম করতে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়েন সৌরভ। হাসপাতালে ভর্তি করার পর তাঁর তিনটি ধমনীতে ‘ব্লকেজ’ ধরা পড়ে। একটি স্টেন্ট বসানো হয়েছে। দেশ-বিদেশের ক্রিকেটপ্রেমীরা ইতিমধ্যেই সৌরভের সুস্থতা কামনা করে বার্তা দিয়েছেন। সৌরভ এখন অনেকটাই স্থিতিশীল।
কপিল লিখেছেন, “সৌরভ, আমাদের বাংলার বাঘ। খুব তাড়াতাড়ি তোমাকে কাজে ফিরতে দেখতে চাই। আমাদের সমস্ত প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে।”
Sourav, our Bengal tiger. Hope to see you back in action soon. All our prayers are with you
Sourav, our Bengal tiger. Hope to see you back in action soon. All our prayers are with you
— Kapil Dev (@therealkapildev) January 3, 2021
উল্লেখ্য, গত অক্টোবর মাসে এ ভাবেই হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েছিলেন কপিল নিজে। তখন তাঁকে নিয়েও একই রকম ভয়ের বাতাবরণ তৈরি হয়েছিল দেশজুড়ে। সৌরভের মতো কপিলেরও বুকে ব্যথা হচ্ছিল প্রচণ্ড। শেষে ডাক্তারদের তৎপরতায় দ্রুত বিপদ কাটে। অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। দু-তিনদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পান কপিল। কিছুদিন পরে তাঁকে গল্ফ খেলতেও দেখা যায়।
আরও খবর: সচিন-লতার ফোন, দাদার জন্য প্রার্থনা বিরাটদেরও
আরও খবর: সৌরভ কেমন আছেন জানতে বার বার অমিত শাহের ফোন
তবে ফেরানো যায়নি ডিন জোন্সকে। অস্ট্রেলিয়ার প্রাক্তন কিংবদন্তি ক্রিকেটার আইপিএলে ধারাভাষ্য দেওয়ার কাজে যুক্ত ছিলেন। একদিন সকালে হোটেলের লবিতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। সতীর্থ ধারাভাষ্যকার ব্রেট লি তাঁকে সিপিআর দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। একাধিক প্রচেষ্টা সত্ত্বেও বাঁচানো যায়নি জোন্সকে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy