Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Michael Jordan

হত্যার নিন্দা জর্ডানের

পুলিশের হাতে জর্জ ফ্লয়েড-সহ কৃষ্ণাঙ্গ মানুষদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন জর্ডান।

মাইকেল জর্ডান। ছবি সংগৃহীত

মাইকেল জর্ডান। ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০২ জুন ২০২০ ০৪:৩১
Share: Save:

মিনিয়াপোলিসে পুলিশ হেফাজতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর অভিযোগে ইতিমধ্যেই উত্তাল হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ বার সেই বিক্ষোভে সামিল হলেন কিংবদন্তি বাস্কেটবলার মাইকেল জর্ডানও। সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়ে দিলেন, গোটা ঘটনায় তিনি শোকস্তব্ধ। একই সঙ্গে প্রবল রাগও হচ্ছে তাঁর।

পুলিশের হাতে জর্জ ফ্লয়েড-সহ কৃষ্ণাঙ্গ মানুষদের মৃত্যুর ঘটনার তীব্র নিন্দা করেছেন জর্ডান। এক বিবৃতিতে এনবিএ-র প্রাক্তন তারকা ও বর্তমানে শার্লট হর্নেটস (মার্কিন মুলুকের পেশাদার বাস্কেটবল দল)-এর মালিক বলেছেন, ‍‘‍‘গোটা ঘটনায় আমি অত্যন্ত শোকাহত। হৃদয়ে প্রবল যন্ত্রণা হচ্ছে। তার সঙ্গে প্রচণ্ড রাগও।’’

ক্ষোভ জানিয়ে জর্ডান লিখেছেন, ‍‘‍‘প্রত্যেকের যন্ত্রণা, হতাশা চোখে পড়ছে। আমার দেশে বর্ণবৈষম্যের শিকার হয়েছেন যাঁরা, এ বার তাঁদের পাশে দাঁড়াতে চাই। অনেক হয়েছে। এতে যদি কাজ না হয়, তা হলে ভোট দিয়ে পদ্ধতি পরিবর্তনের দাবি জানাতে হবে। সুবিচারের জন্য প্রত্যেককে একজোট হয়ে কাজ করে সমাধানের সূত্র খুঁজতে হবে পরিত্রাণের জন্য।’’

ঘটনার প্রতিবাদ জানিয়ে এ দিন লিভারপুলের ২৯ জন ফুটবলার অনুশীলনে সেন্টার সার্কলে হাঁটু মুড়ে মাটিতে বসেন। ক্লাবের তরফে এই ছবি পোস্ট করে টুইট করা হয়েছে, ‘‘ঐক্যের মধ্যেই রয়েছে শক্তি।’’

অন্য বিষয়গুলি:

Michael Jordan George Floyd Baketball
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE