Advertisement
২৩ জানুয়ারি ২০২৫

নেটে ফিরছেন বুমরা, ছিটকে গেলেন ভুবি

ভুবনেশ্বরের পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হতে পারে শার্দূল ঠাকুরকে। সরকারি ভাবে যদিও ভুবনেশ্বরের চোট সম্পর্কে এখনও কিছু জানায়নি ভারতীয় বোর্ড।

দুই-মেরু: ফেরার প্রতীক্ষায় বুমরা। (ডান দিকে) ছিটকে গেলেন ভুবি।

দুই-মেরু: ফেরার প্রতীক্ষায় বুমরা। (ডান দিকে) ছিটকে গেলেন ভুবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০১৯ ০৪:৩২
Share: Save:

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরেছিলেন ভুবনেশ্বর কুমার। কিন্তু ওয়ান ডে সিরিজ থেকে ফের চোটের জন্য ছিটকে গেলেন তিনি। তাঁর চোট যদিও হ্যামস্ট্রিংয়ে নয়। টি-টোয়েন্টি সিরিজ চলাকালীন কুঁচকিতে চোট পেয়েছেন ভারতীয় পেসার।

ভুবনেশ্বরের পরিবর্তে ভারতীয় দলে নেওয়া হতে পারে শার্দূল ঠাকুরকে। সরকারি ভাবে যদিও ভুবনেশ্বরের চোট সম্পর্কে এখনও কিছু জানায়নি ভারতীয় বোর্ড। শুক্রবার চেন্নাইয়ে সাংবাদিক বৈঠকে ভারতীয় বোলিং কোচ বি অরুণ বলেন, ‘‘দলের ফিজিয়োথেরাপিস্টের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।’’

অথচ শুক্রবারই সরকারি ভাবে বোর্ড জানিয়ে দিয়েছে, বিশাখাপত্তনমে ভারতের নেটে বল করতে দেখা যাবে যশপ্রীত বুমরাকে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে তাঁর খেলার কোনও সম্ভাবনা নেই। রিহ্যাবিলিটেশনের অঙ্গ হিসেবেই তাঁকে ভারতের নেটে বল করার অনুমতি দেওয়া হয়েছে।

ভারতের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে স্ট্রেস ফ্র্যাকচার-এর জন্য ছিটকে যান ভারতের বিধ্বংসী পেসার। সঠিক পদ্ধতিতে রিহ্যাবিলিটেশন হওয়ায় দ্রুত সুস্থও হয়ে উঠছেন। ভারতীয় বোর্ডের এক কর্তা সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‘বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ান ডে-র আগে ভারতীয় দলের সঙ্গে নেটে যোগ দেবে বুমরা। এখনকার প্রথা মেনেই বুমরাকে নেটে ডেকে দেখে নেওয়া হবে ও কতটা সুস্থ। ইনদওরে টেস্ট শুরু হওয়ার দু’দিন আগে ভুবনেশ্বর কুমারকেও নেটে দেখা হয়েছিল। যদিও সেই দলের সদস্য ছিল না ভুবনেশ্বর। এই দলের সদস্য নয় বুমরাও। কিন্তু ওকে দেখে নেওয়ার জন্য বিশাখাপত্তনমে ডাকা হয়েছে।’’

আরও পড়ুন: শিবম, চাহারদের দক্ষতায় আস্থা রাখছেন বোলিং কোচ

ওই কর্তা আরও বলেন, ‘‘ভারতীয় দলের নতুন প্রথা অনুযায়ী, যদি কেউ সুস্থ হতে শুরু করে, তখন তাঁকে ভারতের নেটে ডাকা হয়। ফিজিয়ো নীতিন পটেল ও ট্রেনার নিক ওয়েবের পর্যবেক্ষণে তারা অনুশীলন করে। বুমরাও সেটাই করবে। নেটে ভাল বল করলে হারানো আত্মবিশ্বাসও ফিরে পাবে ও।’’

ইনদওরে অনুশীলন করার পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে দলে নেওয়া হয় ভুবনেশ্বরকে। কিন্তু বুমরাকে আসন্ন শ্রীলঙ্কা সিরিজে নেওয়া হবে না। তাঁকে সুস্থ করে তোলা হচ্ছে আসন্ন নিউজ়িল্যান্ড সফরের জন্য। প্রথম আনন্দবাজারেই প্রকাশিত হয় নিউজ়িল্যান্ড সফরে বুমরাকে ফেরানোর খবর। ভারতের নির্বাচকদের কমিটির প্রাক্তন প্রধান এমএসকে প্রসাদ বলেছিলেন, ‘‘বুমরা দ্রুত সুস্থ হচ্ছে। আমি নিশ্চিত, নিউজ়িল্যান্ড সফরে ভারতীয় দলে ফিরবে ও।’’

আরও পড়ুন: গড়াপেটার অভিযোগে উত্তাল বাংলাদেশ প্রিমিয়ার লিগ

শোনা যাচ্ছে, ভারতীয় ‘এ’ দলের সদস্য হয়ে আগেই নিউজ়িল্যান্ড উড়ে যাবেন বুমরা। সেখানের গতিময় পিচ ও পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় দেওয়া হবে ভারতীয় পেসারকে। বুমরা সুস্থ হলেও, কুঁচকির চোট থেকে ভুবনেশ্বর কবে সেরে ওঠেন সেটাই দেখার। শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের আগে তিনি সুস্থ হতে না পারলে তাঁকেও তাকিয়ে থাকতে হবে নিউজ়িল্যান্ড সফরের দিকে।

গত ১৫ মাসের মধ্যে বেশ কয়েক বার চোট পেয়েছেন ভুবনেশ্বর। ২০১৮ আইপিএলে চোট পাওয়ার পরে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। বিশ্বকাপে শুরুটা ভাল করলেও পাকিস্তানের বিরুদ্ধে চোট পেয়ে বেরিয়ে যেতে হয় তাঁকে। সেমিফাইনালে তিনি ফিরলেও ওয়েস্ট ইন্ডিজ সফরে ফের চোট পান। দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশ সিরিজ থেকে বিশ্রাম নিতে হয়। দলে ফেরেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। কিন্তু ফের চোটের কবলে পড়লেন তিনি।

ভারতীয় দলের নতুন প্রথা অনুযায়ী, একজন পেসারের পরিশ্রমের মাপ আন্দাজ করেই তাঁকে বিশ্রাম দেওয়া হয়। মহম্মদ শামি, ইশান্ত শর্মা, উমেশ যাদব এই নিয়ম মেনেই এতটা চনমনে। একই নিয়ম মেনে ভুবনেশ্বর কেন এত চোট পাচ্ছেন তা নিয়ে প্রশ্ন উঠছে ভারতীয় ক্রিকেটমহলে।

অন্য বিষয়গুলি:

Cricket India West Indies Jasprit Bumrah Bhuvneshwar Kumar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy