বুমরাকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
জশপ্রীত বুমরার চার ওভারই রবিবার তফাত গড়ে দিয়েছিল। মাত্র ১২ রানে তিন উইকেট নেন তিনি। তার মধ্যে আবার একটি মেডেন। আর এই মেডেন নেওয়াতেই বিশ্বরেকর্ড গড়লেন তিনি।
টি-টোয়েন্টি ক্রিকেটে তিনিই প্রথম বোলার যিনি সাতটি মেডেন ওভার নিলেন। এটাই বিশ্বরেকর্ড। এর আগে সবচেয়ে বেশি মেডেন নেওয়ার কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার নুয়ান কুলসেকরার। তিনি ছয়টি মেডেন নিয়েছিলেন। তবে তা এসেছিল ৫৮টি-টোয়েন্টি ম্যাচে, ২০৫.১ ওভারে। বুমরা সাত মেডেন নিয়েছেন ৫০ ম্যাচে, ৪৯ ইনিংসে। মাত্র ১৭৯.১ ওভারে।
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ছন্দে দেখা গিয়েছিল বুমরাকে। ডেথ ওভারে তাঁর বিরুদ্ধে রান করতে পারছিলেন না বিপক্ষ ব্যাটসম্যানরা। কিউয়ি ওপেনার মার্টিন গাপ্টিল তখনই বলেছিলেন যে, সিরিজের শেষ তিন ম্যাচে বুমরা যেন ফর্মে না থাকেন, সেটাই চাইছেন তাঁরা। সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে বুমরা ছন্দে ছিলেনও না। কিন্তু ক্রমশ মেজাজে ফেরেন তিনি। আর রবিবার তাঁর বোলিংই জেতাল টিম ইন্ডিয়াকে। পঞ্চম টি২০-তে ‘ম্যান অফ দ্য ম্যাচ’ হয়েছেন তিনি।
আরও পড়ুন: কিউয়িদের হোয়াইটওয়াশের পর চহাল-শ্রেয়াসের তুমুল নাচ, ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়
আরও পড়ুন: যে কোনও ভূমিকাতেই সফল কী ভাবে? রহস্য ফাঁস করলেন রাহুল
Yet another masterful spell by Jasprit Bumrah, he conceded just 12 runs in his 4 overs including 3 wickets and a maiden.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 2, 2020
Bumrah in this series:
Overs - 20
Wickets - 6
Average - 21.50
Economy - 6.45
•Just 6.45 economy in the series when almost all matches were high scoring!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy