শিষ্যের ছক্কা দেখেই প্রয়াত হন গুরু। ছবি: রয়টার্স।
বিশ্বকাপ শেষ হতে না হতেই হৃদয়বিদারক খবর পেল ক্রিকেট বিশ্ব। বিশ্বকাপ ফাইনালে সুপার ওভারে জিমি নিশামের ছক্কা মারার প্রায় সঙ্গে সঙ্গেই হৃদযন্ত্র বন্ধ হয়ে মৃত্যু হয় কিউয়ি তারকার কোচ ডেভ গর্ডনের। তিনি আবার হাইস্কুলে নিশামের শিক্ষকও ছিলেন।
ডেভ গর্ডন শুধু জিমি নিশামেরই কোচ ছিলেন না, একই সঙ্গে তিনি নিউজিল্যান্ডের তারকা সিমার লকি ফার্গুসন-সহ আরও অনেক তারকা ক্রিকেটারদেরও কোচ ছিলেন। নিশামের বাবার বন্ধু ছিলেন গর্ডন। বিশ্বকাপ ফাইনালেরসুপার ওভারে জোফ্রা আর্চারকে গ্যালারিতে ফেলে দেন নিসাম। তখন হাসপাতালের বেডে শোয়া গর্ডনের চোখ আটকে ছিল টিভির পর্দায়। অতি উত্তেজনায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিশামের কোচ।
গর্ডনের কন্যা লিওনে সংবাদমাধ্যমকে জানান, ‘‘সোমবার সকালে নিশাম যখন সুপার ওভারের দ্বিতীয় বলেই ছক্কা মেরেছিল, সেই সময়ে হঠাতই বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। জিমির বাবা আর আমার বাবা ভাল বন্ধু। বারবার বাবা জিমির সঙ্গে যোগাযোগও রেখে গিয়েছিলেন। বাবা সত্যি জিমির জন্য গর্বিত ছিলেন।’’
আরও পড়ুন: বছর দুয়েক পরে রশিদ খানের বন্ধু ফিরছেন এ দেশের ক্লাবে
শিষ্য জিমি নিশামও তাঁর গুরুর আত্মার শান্তি কামনা করে টুইটারে একটি লেখা পোস্ট করেন। যেখানে তিনি লিখেছেন,‘‘ডেভ গর্ডন আমার হাইস্কুল শিক্ষক, বন্ধু এবং কোচ। ক্রিকেটকে আপনি খুব ভালবাসতেন। আমার মতো যারা আপনার অধীনে খেলেছি তারা খুবই ভাগ্যবান। আশা করি আপনি গর্বিত হয়েছেন আমার খেলা দেখে। ধন্যবাদ সমস্ত কিছুর জন্য।’’
আরও পড়ুন: বাদ ধোনি? দলে একাধিক পরিবর্তন? দেখে নিন ক্যারিবিয়ান সফরে ভারতের টি টোয়েন্টি ও ওয়ানডে-র সম্ভাব্য দল
দেখুন সেই পোস্ট—
Dave Gordon, my High School teacher, coach and friend. Your love of this game was infectious, especially for those of us lucky enough to play under you. How appropriate you held on until just after such a match. Hope you were proud. Thanks for everything. RIP
— Jimmy Neesham (@JimmyNeesh) July 17, 2019
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy