রঞ্জি ফাইনালে ওঠার পর সৌরাষ্ট্র দল। বুধবার রাজকোটে। ছবি টুইটার থেকে নেওয়া।
রঞ্জি ফাইনালে অভিমন্যু ঈশ্বরনের বাংলা খেলবে সৌরাষ্ট্রের বিরুদ্ধে। বুধবার রাজকোটে সেমিফাইনালে গুজরাতকে ৯২ রানে হারাল জয়দেব উনাদকটের দল। ম্যাচে ১০ উইকেট নিলেন সৌরাষ্ট্রের অধিনায়ক নিজেই। তার মধ্যে গুজরাতের দ্বিতীয় ইনিংসেই জয়দেব নিলেন সাত উইকেট।
প্রথমে ব্যাট করে সৌরাষ্ট্র তুলেছিল ৩০৪। জবাবে গুজরাতের প্রথম ইনিংস শেষ হয় ২৫২ রানে। দ্বিতীয় ইনিংসে সৌরাষ্ট্র তোলে ২৭৪। ফলে, গুজরাতের সামনে জেতার লক্ষ্য দাঁড়ায় ৩২৭ রানের। বুধবার সকালে এক উইকেটে ৭ রান নিয়ে শুরু করেছিল পার্থিব পটেলের দল। সেখান থেকে একসময় ৬৩ রানে পাঁচ উইকেট পড়ে গিয়েছিল। আর তখনই পার্থিব ও চিরাগ গাঁধীর ব্যাটে ভর দিয়ে লড়াইয়ে ফেরে গুজরাত।
আরও পড়ুন: ফাইনালে বাংলার দুই ওপেনারকে কী করতে হবে? টিপস দিলেন দুই রঞ্জিজয়ী বঙ্গসন্তান
আরও পড়ুন: যেন প্রতিবিম্ব! কিউয়িদের দেশে টেস্ট সিরিজ হারে সৌরভ ও বিরাটের ভারতের মিলগুলো চমকে দেবে
দু’জনে ষষ্ঠ উইকেটে যোগ করেন ১৫৮ রান। কিন্তু পার্থিব (৯৩) ফিরতেই নামে ধস। ২২১ রানে ষষ্ঠ উইকেট পড়ে গুজরাতের। সেখান থেকে ২৩৪ রানে দাঁড়ি পড়ে ইনিংসে। পার্থিবের মতোই লড়াই ব্যর্থ চিরাগ গাঁধীরও (৯৬)। ৫৬ রানে সাত উইকেট নিয়ে উনাদকটই তফাত গড়ে দেন।
৯ মার্চ থেকে রাজকোটে ফাইনাল। ফাইনালে বাংলা পাচ্ছে ঋদ্ধিমান সাহাকে। একই ভাবে, সৌরাষ্ট্রও পেতে চলেছে চেতেশ্বর পূজারাকে।
Congratulations Team Saurashtra and Team support for entering Final of #RanjiTrophy 2019-20 very very proud of you @BCCIdomestic @BCCI @JUnadkat pic.twitter.com/ApFTiqXB5j
— Saurashtra Cricket (@saucricket) March 4, 2020
Saurashtra hold their nerve in a thriller against Gujarat and reach the @paytm #RanjiTrophy 2019-20 final.👌
— BCCI Domestic (@BCCIdomestic) March 4, 2020
Scorecard 👉 https://t.co/bL3yaUUHOc#GUJvSAU @saucricket pic.twitter.com/Y46g6VeqBb
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy