Advertisement
২২ জানুয়ারি ২০২৫

কাল শুরু আইএসএল, ১০ দলের বিশ্লেষণ

এ বারের আইএসএলে কোন দলের কেমন শক্তি? দুর্বলতাই বা কোথায়? দেখে নিন এক নজরে।

—ফাইল চিত্র।

—ফাইল চিত্র।

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৯ ০৫:১৬
Share: Save:

এটিকে

• আইএসএলে দু’বারের চ্যাম্পিয়ন। কিন্তু গত দু’বছর প্লে-অফে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ।

শক্তি: রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, জবি জাস্টিনদের আক্রমণ ভাগ। সঙ্গে জন জনসন, আনাস এডাথোডিকাদের রক্ষণ।

দুর্বলতা: মাঝমাঠে গত মরসুমে খেলা লানসারোতে না থাকায় বল বাড়ানোয় সমস্যা হতে পারে ।

তুরুপের তাস: অভিষেকের আইএসএলে চ্যাম্পিয়ন করা স্পেনীয় কোচ আন্তোনিয়ো লোপেজ় হাবাস।

বেঙ্গালুরু এফসি

• কার্লেস কুদ্রাতের কোচিংয়ে গত মরসুমে চ্যাম্পিয়ন। তার আগের মরসুমে রানার্স।

শক্তি: ধারাবাহিকতা। সুনীল ছেত্রী, উদান্ত সিংহ, গুরপ্রীত সিংহ সাঁধুদের দুরন্ত ফর্ম ও অভিজ্ঞতা।

দুর্বলতা: গত দুই মরসুমে খেলা নিকোলাস ফেদর ফ্লোরেস (মিকু) দল ছাড়ায় আক্রমণ ও মাঝমাঠের ভারসাম্য ধাক্কা খেতে পারে।

তুরুপের তাস: লা লিগায় খেলে আসা প্রাক্তন ওসাসুনা স্ট্রাইকার মানুয়েল ওনৌ ভিয়াফ্রাঙ্কা।

চেন্নাইয়িন এফসি

• দু’বারের চ্যাম্পিয়ন। কোচ জন গ্রেগরি প্রায় একই দল ধরে রেখেছেন এই মরসুমেও।

শক্তি: রক্ষণ ও আক্রমণে সমান দক্ষ মিডফিল্ডার ধনপাল গণেশ, অনিরুদ্ধ থাপা।

দুর্বলতা: চোট সারিয়ে ফেরা জেজে ছাড়া আক্রমণে একক দক্ষতায় জেতানোর ফুটবলার নেই।

তুরুপের তাস: বাঁ-প্রান্তে লাল্লিয়ানজ়ুয়ালা ছাংতের গতি।

এফসি গোয়া

• গত বারের রানার্স। দ্বিতীয় আইএসএলেও ফাইনালে উঠে জিততে পারেনি বিরাট কোহালির দল।

শক্তি: ফেরান কোরোমিনাসের গোল করার দক্ষতা। মাঝমাঠে এদু বেদিয়া, মন্দার রাও দেশাই, জ্যাকিচন্দ সিংহের অভিজ্ঞতা।

দুর্বলতা: রক্ষণে নির্ভরতা দেওয়ার মতো ফুটবলারের অভাব।

তুরুপের তাস: বার্সেলোনায় সহকারী কোচ হিসেবে কাজ করা সের্খিয়ো লোবেরার মস্তিষ্ক।

হায়দরাবাদ এফসি

• আর্থিক কারণে পুণে এফসি দল তুলে দিয়েছে। পরিবর্তে খেলবে হায়দরাবাদের দলটি।

শক্তি: আক্রমণ ভাগে ব্রাজিলীয় মার্সেলো লেইতে পেরিরা ও রবিন সিংহের যুগলবন্দি।

দুর্বলতা: রক্ষণে ভরসা করার মতো ভারতীয় ফুটবলার নেই।

তুরুপের তাস: ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলে খেলে আসা বোবো ম্যাচের রং বদলে দিতে পারেন।

জামশেদপুর এফসি

• এখনও পর্যন্ত আইএসএল না জিতলেও এই দলটিকে ঘিরে ভক্তদের প্রবল সমর্থন রয়েছে ঝাড়খণ্ডের ফুটবলপ্রেমীদের।

শক্তি: তিরি, সি কে বিনীত, সুমিত পাসির দুর্দান্ত বোঝাপড়া বিপক্ষের আতঙ্ক।

দুর্বলতা: মাঝমাঠে বিকাশ জাইরু ও অমরজিৎ সিংহ ছাড়া পরীক্ষিত ফুটবলার নেই

তুরুপের তাস: লা লিগায় খেলা স্পেনীয় ফুটবলার পিতি বাঁ দিক দিয়ে ঝড় তুলতে দক্ষ।

কেরল ব্লাস্টার্স

• দু’বার ফাইনাল খেললেও এখনও চ্যাম্পিয়ন হতে পারেনি কেরলের দলটি। দু’বারই হার এটিকের কাছে।

শক্তি: গোলের জন্য বার্থেলোমিউ ওগবেচের মরিয়া প্রচেষ্টা।

দুর্বলতা: রক্ষণের প্রধান ভরসা সন্দেশ ঝিঙ্গনের চোট। জাতীয় দলের ডিফেন্ডারের অভাব পূরণ করার জন্য শেষ মুহূর্তে সই করানো হয়েছে অভিজ্ঞ রাজু গায়কোয়াড়কে।

তুরুপের তাস: ডাচ কোচ এলকো শাতোরির ভারতীয় ফুটবলে কাজ করার বিশাল অভিজ্ঞতা।

মুম্বই সিটি এফসি

• রণবীর কপূরের দল নিয়ে মুম্বইয়ে উচ্ছ্বাস থাকলেও এখনও খেতাব অধরা।

শক্তি: আক্রমণে মদৌ সওগৌ ও অ্যামিন শেরমিতির জুটি। প্রস্তুতি ম্যাচে যা সফলতা পেয়েছে।

দুর্বলতা: রক্ষণ সে ভাবে পরীক্ষিত নয়। লুসিয়ান গইয়ান না থাকার অভাব ভুগতে হতে পারে।

তুরুপের তাস: কোচ হর্হে কোস্তার আক্রমণাত্মক ফুটবল খেলানোর রণনীতি।

নর্থইস্ট ইউনাইটেড

• জন আব্রাহামের দল প্রতি বছর শুরুটা ভাল করলেও শেষ দিকে গিয়ে ছন্দ হারায়। এ বার খেতাবের স্বপ্নে বিভোর গুয়াহাটির দলটি।

শক্তি: ম্যাক্সিমিলিয়ানো বারেইরো ও মার্তিন শাভেসের আক্রমণে জুটি বেঁধে গোল করার প্রবণতা।

দুর্বলতা: রক্ষণে স্বদেশি বা বিদেশিদের কেউ পরীক্ষিত নন।

তুরুপের তাস: সেরি আ ও ইপিএলে খেলে আসা ঘানার আসামোয়া গিয়ান একাই ম্যাচের রং বদলে দিতে পারেন।


ওড়িশা এফসি

• অধরা খেতাবের খোঁজে নাম ও ঠিকানা বদলে ফেলেছে দিল্লি ডায়নামোজ এফসি।

শক্তি: বিনীত রাই, মার্কোস তেবারদের তারুণ্যে ভরা মাঝমাঠ।

দুর্বলতা: নেতৃত্ব দিয়ে খেলার মতো তারকা নেই।

তুরুপের তাস: অতীতে বার্সেলোনা ‘বি’ দলে খেলে আসা সেনেগালের মিডফিল্ডার জিয়াগ।

অন্য বিষয়গুলি:

Football ISL 2019
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy