ব্রাইটের গোলে আবারও উজ্জ্বল এসসি ইস্টবেঙ্গল ছবি টুইটার
খেলা শেষ। ১-১ গোলে ড্র করল দুই দল।
৯০+২ মিনিট। গোওওওওল আরিদানে সান্তানার গোলে সমতা ফেরাল হায়দরাবাদ।
90+2' GOAL | #SCEBHFC @HydFCOfficial are level! Aridane Santana with an easy tap-in!
— Indian Super League (@IndSuperLeague) February 12, 2021
SCEB 1-1 HFC #HeroISL #LetsFootball
৯০ মিনিট। এগিয়ে আছে ইস্টবেঙ্গল। ব্রাইটের গোলে। ৬ মিনিট অতিরিক্ত সময়।
৮৩ মিনিট। আবারও নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হল এসসি ইস্টবেঙ্গল। হলওয়ে ও ব্রাইটের যুগলবন্দিতে গোলের কাছে পৌঁছে যায় এসসি ইস্টবেঙ্গল। ব্রাইটকে কাট্টিমনি অবৈধভাবে বাধা দিলেও পেনাল্টি দেননি রেফারি।
৫৯ মিনিট। গোওওওওল পিলক্লিন্টনের ফ্লিক থেকে বল ধরে ডিফেন্ডারকে এড়িয়ে গোল করে গেলেন ব্রাইট এনোবাখারে
59' GOAL | #SCEBHFC
— Indian Super League (@IndSuperLeague) February 12, 2021
Bright Enobakhare fires @sc_eastbengal ahead!
SCEB 1-0 HFC#HeroISL #LetsFootball
৫১ মিনিট। পিলক্লিন্টনের পাস থেকে শট ব্রাইটের অল্পের জন্য বাইরে
৪৮ মিনিট। সুযোগ এসেছিল আরিদানে সান্তানার কাছে যদিও গোল হয়নি
কিক অফ। দ্বিতীয়ার্ধে খেলা শুরু করল এসসি ইস্টবেঙ্গল
৪৫+২ মিনিট। প্রথমার্ধের একেবারে শেষদিকে লিস্টন কোলাসোর শট অল্পের জন্য বাইরে যায়।
৪৫ মিনিট। কয়েকটা সুযোগ তৈরি করলেও গোল করতে পারেনি এস সি ইস্টবেঙ্গল
৪৩ মিনিট। দুরন্ত দৌড় পিলক্লিন্টনের । দারুণ শট নিলেও কাট্টিমনি দারুণ বাঁচান।
৪০ মিনিট। সুযোগ ছিল ইস্ট বেঙ্গলের কাছে অঙ্কিত মুখোপাধ্যায় বল পেয়ে এগিয়ে গেলেও পাস না করায় সুযোগ নষ্ট হয়।
৩৮ মিনিট। এখনও গোল পায়নি কোনও দলই। তবে আক্রমণ করছে হায়দ্রাবাদ।
৩৪ মিনিট। চাপ বাড়াচ্ছে হায়দ্রাবাদ এফসি।
৩০ মিনিট। আক্রমণ করছে হায়দ্রাবাদ এফসি। সতর্ক লাল হলুদ ডিফেন্স
২৫ মিনিট। নিজেদের মধ্যে অনেক পাস খেললেও গোলমুখ খুলতে পারেনি কোনও দলই
২১ মিনিট। লুইস শাস্ত্রের পাস থেকে বল ধরে একা সুব্রত পালকে সামনে পেয়েও গোল করতে ব্যর্থ হলেন জোয়েল। দারুণ সেভ সুব্রতর
১৯ মিনিট। মাঝমাঠ থেকে বল ধরে আকাশ মিশ্রর বাঁ পায়ের শট অল্পের জন্য বাইরে।
১৪ মিনিট| কর্নার পেল হায়দ্রাবাদ। যদিও বিপদ হয়নি।
১০ মিনিট। আক্রমণ করলেও গোলের দরজা খুলতে পারেনি কোনও দলই
৪ মিনিট। ফ্রিকিক পেলেও সুযোগ কাজে লাগাতে পারল না হায়দরাবাদ এফসি
কিক অফ। খেলা শুরু করল হায়দরাবাদ এফসি।
হায়দরাবাদ এফসির বিরুদ্ধে তিন পয়েন্টের লক্ষ্যে নামছে এসসি ইস্টবেঙ্গল। অন্যদিকে হায়দরাবাদকেও নিজেদের জায়গা ধরে রাখতে জিততেই হবে হায়দরাবাদ এফসিকেও। গত ম্যাচে জামসেদপুর এফসির বিরুদ্ধে জয় পেলেও লিগ টেবিলের ১০ নম্বরে আছে লাল হলুদ ব্রিগেড। আর অন্যদিকে ৫ ম্যাচে জয়, ৮ টি ড্র ও ৩ টি ম্যাচ হেরে চার নম্বরে আছে হায়দরাবাদ এফসি। নিজের পুরনো দলের বিরুদ্ধে গোলে রয়েছেন সুব্রত পাল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy