বেঙ্গালুরুর বিরুদ্ধে জয় পেল এটিকে মোহনবাগান ছবি টুইটার
ম্যাচ শেষ| জয় পেল এটিকে মোহনবাগান। বেঙ্গালুরুকে ০-২ গোলে হারিয়ে। ম্যাচের সেরা হলেন মার্সেলিনহো।
৮৮ মিনিট| বক্সের বাইরে থেকে সুনীলের শট সেভ করেন অরিন্দম ভট্টাচার্য।
৮৩ মিনিট| ফ্রি কিক থেকে রয় কৃষ্ণর হেড অল্পের জন্য বাইরে।
৮০ মিনিট| শেষ দশ মিনিটের খেলা বাকি। তবে আক্রমণে এখনও সেভাবে উঠে আসতে পারছে না বেঙ্গালুরু।
৭৫ মিনিট| গোল সংখ্যা বাড়ানোর চেষ্টা করলেও ব্যবধান বাড়াতে পারেনি এটিকে মোহনবাগান
৫৯ মিনিট| কৃষ্ণর পাস মনভীরের উদ্দেশ্যে শট গুরপ্রিত বাঁচান
৪৬ মিনিট| শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা।
হাফ টাইম| প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে এটিকে মোহনবাগান
৪৪ মিনিট| গোওওওওওল ডেভিড উইলিয়ামসকে বক্সের বাইরে ফাউল করায় ফ্রি কিক পায় এটিকে মোহনবাগান। সেখান থেকে বাঁ পায়ের শটে গোল করেন মার্সেলিনহো।
44' GOAL | #BFCATKMB @marcelinholeite smashes home a brilliant left-footed free-kick to double @atkmohunbaganfc's lead.
— Indian Super League (@IndSuperLeague) February 9, 2021
BFC 0-2 ATKMB #HeroISL #LetsFootball
৪১ মিনিট| আবারও বিপদজনক জায়গায় ফ্রি কিক পেয়েছে এটিকে মোহনবাগান। তবে গোল সংখ্যা বাড়াতে পারেনি এটিকে মোহনবাগান।
৩৭ মিনিট| গোওওওওওল গুরপ্রিতকে বোকা বানিয়ে পেনাল্টি থেকে গোল করে গেলেন কৃষ্ণ।
37' GOAL | #BFCATKMB @RoyKrishna21 slots home a calm penalty to break the deadlock.
— Indian Super League (@IndSuperLeague) February 9, 2021
BFC 0-1 ATKMB #HeroISL #LetsFootball
৩৬ মিনিট| পেনাল্টি বক্সের মধ্যে প্রতীক চৌধুরী, রয় কৃষ্ণকে ফেলে দেওয়ায় পেনাল্টি পায় এটিকে মোহনবাগান।
৩০ মিনিট| কার্ল ম্যাকহিউয়ের শট ঝাঁপিয়ে বাঁচালেন গুরপ্রীত।
২৫ মিনিট| ভাল জায়গায় ফ্রিকিক পেয়েছে বেঙ্গালুরু। তবে ওপসেথ ভাল কিক করতে না পারায় আক্রমণ নষ্ট হল। খেলার ফল এখনও গোলশূন্য।
২০ মিনিট| আক্রমণ করছে এটিকে মোহনবাগান। তবে এখনও গোল পায়নি তারা।
১৮ মিনিট| সুযোগ এসে গিয়েছিল এটিকে মোহনবাগানের সামনে ফ্রান গঞ্জালেজকে কাটিয়ে গোলে শট করেন রয় কৃষ্ণ। গুরপ্রিতের হাতে লেগে বল বেরিয়ে আসে তবে বিপদ হয়নি। এরপরই মার্সেলিনহো শট করলে তা বাঁচান বেঙ্গালুরু গোলরক্ষক।
১৫ মিনিট| আক্রমণ প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও গোল করতে পারেনি কোনও দলই।
১০ মিনিট| খাবরার শট বাইরে। আক্রমণে উঠে আসছে বেঙ্গালুরুও। যদিও গোলমুখ খুলতে পারেনি কোনও পক্ষই।
৭ মিনিট| তিন ডিফেন্ডারকে কাটিয়ে শট করলেও গুরপ্রিতের হাতে মারলেন মার্সেলিনহো
৫ মিনিট| আক্রমণ করছে এটিকে মোহনবাগান। তবে সতর্ক আছে বেঙ্গালুরু ডিফেন্স।
কিক অফ| খেলা শুরু করল বেঙ্গালুরু এফসি।
বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে দলে তিনটি পরিবর্তন আনলেন আন্তোনিও লোপেজ হাবাস। প্রথম থেকেই দলে এলেন প্রবীর দাস, কার্ল ম্যাকহিউ, ডেভিড উইলিয়ামস। এর আগে সুনীলদের বিরুদ্ধে খেলতে নামলেই গোল পেয়েছেন উইলিয়ামস। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়েও উইলিয়ামসকে খেলানোর ব্যাপারে ইঙ্গিত দেন হাবাস। বেঙ্গালুরু দলে ফিরলেন ওপসেথ ও রাহুল ভেকে। তবে দলে নেই ক্লেইটন সিলভা। এসসি ইস্টবেঙ্গলকে হারানোর পর চেন্নাইয়িনের বিরুদ্ধে ড্র করে তারা। এই ম্যাচে এটিকে মোহনবাগান জয় পেলে মুম্বইয়ের সঙ্গে মাত্র এক পয়েন্টের ব্যবধান থাকবে তাদের। তবে জিতলেও ছয় নম্বরেই থাকবে বেঙ্গালুরু এফসি।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy