নতুন ভূমিকায় 'কিং কোহালি'। ফাইল চিত্র।
তিনি পেশাদার ক্রিকেটার। তবুও এবার গোটা দেশ থেকে উঠতি ফুটবলার তুলে আনতে উদ্যোগী হলেন বিরাট কোহালি। এফসি গোয়া ও জার্মানির ক্লাব আরবি লাইপজিগের মধ্যে গাঁটছড়া আগেই হয়ে গিয়েছিল। এবার এই দুই দেশের ক্লাব তৃণমূল স্তর থেকে ফুটবলার খুঁজে আনার উদ্যোগ নিল। তারা শুরু করতে চলেছে একটি বিশেষ ফুটবল প্রশিক্ষণ শিবির। যদিও করোনা ভাইরাস পরিস্থিতির জন্য আপাতত অন-লাইনে চলবে এই ক্লাস। স্বভাবতই আইএসএলের এই ফ্রাঞ্চাইজির উদ্যোগে সামিল হলেন তাদের অন্যতম কর্ণধার তথা ভারত অধিনায়ক বিরাট। বুধবার সমাজমাধ্যমে এই বিষয়ে বক্তব্যও রেখেছেন ‘কিং কোহালি’।
ভবিষ্যৎ প্রজন্মের উদ্দেশে বিরাট টুইটারে লিখলেন, “একজন পেশাদার ক্রীড়াবিদ হতে গেলে সবার আগে গোড়া থেকে পাঠ নিতে হবে। সকালে ঘুম থেকে উঠেই মাঠে যাও। জোরদার অনুশীলন করো। সেটা একজন পেশাদার কোচের অধীনেই সম্ভব। তাই এফসি গোয়া ও আরবি লাইপজিগের যৌথ উদ্যোগে আয়োজিত এই শিবরে দ্রুত যোগ দাও।”
প্রসঙ্গত ৬ থেকে ১৮ বছর বয়সের ছেলে-মেয়েদের নিয়ে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে বিভিন্ন দেশের তারকা ফুটবলার ও এফসি গোয়ার কোচদের পেপটক থাকবে। এছাড়াও থাকবে বিশেষ ভিডিয়ো ক্লাস। পাশাপাশি আধুনিক ক্রীড়া বিজ্ঞান মেনে ছেলে-মেয়েদের সঠিক নিউট্রেশনের উপরেও জোর দেওয়া হবে।
The first step to becoming a professional sportsperson is to start early and get quality coaching. With @fcgsoccercamps, an online program by FC Goa, you get this along with player masterclasses, workshops on nutrition & more. Head to https://t.co/9WERvHDMGe . #DreamsStartHere
— Virat Kohli (@imVkohli) February 3, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy