ব্রাইটের গোলে এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গল। ছবি: সোশ্যাল মিডিয়া
৯০+৬ মিনিট | ফের ড্র। ১-১ ভাবেই শেষ হল ম্যাচ।
৮১ মিনিট | গোল | ২ মিনিটের মধ্যে গোল শোধ করল গোয়া। এগিয়ে যাওয়ার সুবিধা নিতেই পারল না ইস্টবেঙ্গল। গোয়ার হয়ে গোল করলেন দেবেন্দ্র।
৭৯ মিনিট | গোল | ৪ জনকে কাটিয়ে গোল করলেন ব্রাইট। মাঘোমার পাস থেকে বল পেয়ে একের পর এক ফুটবলারকে কাটিয়ে গোল করলেন তিনি।
৭০ মিনিট | আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে ইস্টবেঙ্গল। ১০ জন হয়ে গিয়েও লড়াই করছে লাল-হলুদ।
৬৫ মিনিট | মাঠে নামছেন মাঘোমা। মাঝমাঠে দখল নেওয়ার চেষ্টা করতে হবে তাঁকে। আক্রমণ চালিয়ে যাচ্ছে গোয়া।
৫৫ মিনিট | লাল কার্ড দেখলেন ফক্স। ১০ জনে নেমে গেল লাল-হলুদ। দলকে বিপদে ফেললেন অধিনায়ক।
🟥
— Indian Super League (@IndSuperLeague) January 6, 2021
Watch #SCEBFCG live on @DisneyplusHSVIP - https://t.co/Tt4hxRztfN and @OfficialJioTV.
Live updates 👉 https://t.co/0s0VKPxUoW#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/zujOnCUKOg pic.twitter.com/DCMw7DOOcp
শুরু দ্বিতীয়ার্ধের খেলা।
HALF-TIME | #SCEBFCG
— Indian Super League (@IndSuperLeague) January 6, 2021
Plenty of credible chances but no goals to show for it in the opening half at the Tilak Maidan Stadium!#HeroISL #LetsFootball pic.twitter.com/pxLEzB9QVG
৪৫+২ মিনিট | প্রথমার্ধ শেষ গোলশূন্য ভাবে। তবে আক্রমণে এগিয়ে গোয়া। দেবজিতের হাতে রক্ষা পেয়েছে লাল-হলুদ বার বার। সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গলও। তবে কাজে লাগাতে ব্যর্থ ফক্সরা। মাঝমাঠে বল ধরে খেলা তৈরি করার লোক দেখা যাচ্ছে না ইস্টবেঙ্গলে। ম্যাচ জিততে হলে দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণে যেতে হবে ইস্টবেঙ্গলকে।
৩৮ মিনিট | দেবজিত রক্ষা করছেন ইস্টবেঙ্গলকে। একের পর এক আক্রমণ এসে ধাক্কা খাচ্ছে দেবজিতের সামনে।
২৮ মিনিট | সেট পিস থেকে গোলের সুযোগ ইস্টবেঙ্গলের। কিন্তু হেডটা জায়গায় রাখতে পারলেন না হলোয়ে। হেড গোলে রাখতে পারলেন না ফক্সও। সহজতম সুযোগ হারালেন তিনি।
২০ মিনিট | বল নিজেদের দখলে রেখে আক্রমণে যাচ্ছে গোয়া। ইস্টবেঙ্গল রক্ষণ বার বার বিপদে পড়ছে।
১০ মিনিট | সুযোগ তৈরি করছে গোয়া কিন্তু গোল এখনও অধরা। লাল-হলুদ রক্ষণকে চাপে রাখছে গোয়া।
৫ মিনিট | শুরুতেই গোল পেয়ে যেত গোয়া। কিন্তু রুখে দিলেন লাল-হলুদ গোলরক্ষক দেবজিত। কর্নার পায় গোয়া। সেখান থেকে কাউন্টার অ্যাটাকে সুযোগ এসে গিয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু ব্রাইট বল নিজের দখলে নিতে না পারায় গোলের মুখ খুলতে পারেননি। বল নিজেদের দখলে রেখে খেলার চেষ্টা করছে গোয়া।
SAVED at 𝐅 𝐔 𝐋 𝐋 𝐒 𝐓 𝐑 𝐄 𝐓 𝐂 𝐇!
— Indian Super League (@IndSuperLeague) January 6, 2021
Watch #SCEBFCG live on @DisneyplusHSVIP - https://t.co/Tt4hxRztfN and @OfficialJioTV.
Live updates 👉 https://t.co/0s0VKPxUoW#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/32Ud6mI2kc pic.twitter.com/FkabOSpfyp
প্রথমার্ধের খেলা শুরু।
গতম্যাচে ওডিশা এফসি-কে হারিয়ে জয়ের স্বাদ পেয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গল। সেই ধারা দ্বিতীয় ম্যাচেও বজায় রাখতে চাইবে কোচ রবি ফাওলারের দল। যদিও বুধবার কঠিন প্রতিপক্ষ এফসি গোয়া। লিগ টেবিলে এই মুহূর্তে তারা রয়েছে ৩ নম্বরে। অন্যদিকে ইস্টবেঙ্গল ৬ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে।
অভিষেক ম্যাচ খেলতে নেমেই গোল পাওয়া ব্রাইটকে প্রথম একাদশে রেখেই শুরু করেছে ইস্টবেঙ্গল। রক্ষণে ২ বিদেশি ড্যানিয়েল ফক্স, স্কট নেভিলের সঙ্গে থাকছেন রাজু গায়কোয়াড় এবং অঙ্কিত মুখোপাধ্যায়। গোয়ার বিরুদ্ধে প্রথম একাদশে নেই পিলকিংটন। জয়ের খোঁজে ফাওলার ভরসা রাখছেন ব্রাইটের ওপর। এখন দেখার দ্বিতীয় জয় এনে সেই ব্রাইট, উজ্জ্বল করে দিতে পারেন কি না লাল-হলুদের আইএসএল সফর।
LINE-UPS | #SCEBFCG @Robbie9Fowler makes 5️⃣ changes which includes a first start for 4️⃣ players while Princeton Rebello gets a recall into the @FCGoaOfficial XI.
— Indian Super League (@IndSuperLeague) January 6, 2021
Live updates 👉 https://t.co/0s0VKPxUoW #HeroISL #LetsFootball pic.twitter.com/MsRSNLpbKf
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy