আইএসএলে ষষ্ঠ গোল করে ফেললেন রয় কৃষ্ণ। ছবি টুইটার থেকে নেওয়া।
খেলা শেষ। ২-০ জিতল এটিকে মোহনবাগান। একইসঙ্গে মুম্বই সিটি এফসি-কে টপকে লিগ তালিকায় এক নম্বরে উঠে এল হাবাসের দল।
৯০ মিনিট: ২-০ এগিয়ে রয়েছে এটিকে মোহনবাগান। আরও গোলের সুযোগ এসেছিল। কিন্তু ব্যবধান বাড়েনি। ৫ মিনিট বাড়তি সময় দেওয়া হল।
৭৮ মিনিট: ডাবল চেঞ্জ করলেন হাবাস। তুলে নিলেন গার্সিয়া, প্রবীরকে। নামালেন গ্লেন মার্টিন্স ও মনবীরকে।
৭৫ মিনিট: ড্রিঙ্কস ব্রেক। এটিকে মোহনবাগান ২-০ এগিয়ে।
৭২ মিনিট: ফ্রিকিক থেকে নর্থ ইস্টের ফ্রেডরিকোর নেওয়া শট লাগল বারে। গোলের মধ্যে থাকলে বিপদ হতে পারত এটিকে মোহনবাগানের।
৫৮ মিনিট: আত্মঘাতী গোল নর্থ ইস্টের বেঞ্জামিন ল্যামবোটের। ২-০ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
Stop him if you can! @RoyKrishna21 shows up on the scene to give @atkmohunbaganfc the lead 🙌🏼
— Indian Super League (@IndSuperLeague) January 3, 2021
Watch #ATKMBNEU live on @DisneyplusHSVIP - https://t.co/tiTOFI9NO5 and @OfficialJioTV.
Live updates 👉 https://t.co/acQG9hZKl8#ISLMoments #HeroISL #LetsFootball https://t.co/xtRHhtHA0i pic.twitter.com/6GkhDdHahu
৫১ মিনিট: রয় কৃষ্ণর গোল। শরীর ছুড়ে হেডে এটিকে মোহনবাগানকে ১-০ এগিয়ে দিলেন তিনি। যা প্রতিযোগিতায় তাঁর ষষ্ঠ গোল।
৪৯ মিনিট: ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা এটিকে মোহনবাগানের প্রবীর দাসের।
শুরু দ্বিতীয়ার্ধের খেলা। শেষ ৪৫ মিনিটে গোল করতেই অভ্যস্ত হাবাসের দল। সেই ধারা কি এই ম্যাচেও অব্যাহত থাকবে?
HALF-TIME | #ATKMBNEU
— Indian Super League (@IndSuperLeague) January 3, 2021
A fairly even contest in Fatorda so far!#HeroISL #LetsFootball pic.twitter.com/0Webh3CCsr
প্রথমার্ধের খেলা শেষ। কোনও দলই গোল করতে পারেনি। এটিকে মোহনবাগানের দাপট থাকলেও তা স্কোরশিটে প্রতিফলিত নয়।
৪৫ মিনিট: তিন মিনিটের ইনজুরি টাইম দেওয়া হল। এখনও গোল হয়নি। হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের কার্ল।
৪১ মিনিট: বক্সের মধ্যে থেকে এটিকে মোহনবাগানের প্রবীর দাসের হেড বাইরে গেল।
৩৯ মিনিট: হলুদ কার্ড দেখলেন এটিকে মোহনবাগানের শুভাশিস।
৩৫ মিনিট: ফ্রিকিক থেকে এডু গার্সিয়ার শট সরাসরি নর্থ ইস্ট গোলরক্ষক গুরমীতের হাতে।
৩১ মিনিট: কুলিং ব্রেক।
২৮ মিনিট: নর্থ ইস্ট গোলমুখে ফের হানা এটিকে মোহনবাগান। কিন্তু, নর্থ ইস্ট গোলরক্ষক গুরমীত দুর্দান্ত ভাবে আটকালেন রয় কৃষ্ণর বাড়ানো বল।
২৭ মিনিট: নর্থ ইস্ট রক্ষণের ভুলে সুযোগ পেয়ে গিয়েছিল এটিকে মোহনবাগান। কিন্তু তা কাজে এল না।
২৫ মিনিট: গোলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল নর্থ ইস্ট। কিন্তু, তা কর্নার হল। কর্নার থেকে নেওয়া হেড গেল বাইরে।
১৮ মিনিট: এটিকে মোহনবাগানের কার্লের হেড উপর দিয়ে বেরিয়ে গেল।
১৫ মিনিট: এখনও গোল হয়নি। এটিকে মোহনবাগানকে গোলের জন্য মরিয়া দেখাচ্ছে। অন্য দিকে, রক্ষণ সামলে আক্রমণে ওঠায় মন দিয়েছে নর্থ ইস্ট।
৬ মিনিট: এটিকে মোহনবাগান রক্ষণে হানা নর্থ ইস্টের। যা প্রতিহত করলেন সন্দেশ ঝিঙ্গান।
১ মিনিট: পয়লা মিনিটেই নর্থ ইস্টের বক্সে আক্রমণ সবুজ-মেরুন জার্সিধারীদের।
শুরু হয়ে গেল ম্যাচ। মাঠের বাঁ দিক থেকে আক্রমণে উঠছে এটিকে মোহনবাগান।
জিতলে আইএসএলের লিগ তালিকায় শীর্ষে উঠে আসবে এটিকে মোহনবাগান। এখন হাবাসের দলের ৮ ম্যাচে পয়েন্ট ১৭। সমসংখ্যক ম্যাচে শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি-র পয়েন্ট ১৯। অন্যদিকে, নর্থ ইস্ট জিতলে উঠে আসবে প্রথম চার দলের মধ্যে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১১।
LINE-UPS | #ATKMBNEU@atkmohunbaganfc make 2️⃣ changes for their first match of 2021 while @NEUtdFC have made as many as 5️⃣
— Indian Super League (@IndSuperLeague) January 3, 2021
Live updates 👉 https://t.co/acQG9hZKl8#HeroISL #LetsFootball pic.twitter.com/gIO3Lb1B5P
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy