উমরানের বিষয়ে নাকি কিছু জানেন না দলের অধিনায়ক মার্করামও। —ফাইল চিত্র
এ বারের আইপিএলে মাত্র সাতটি ম্যাচ খেলেছেন তিনি। নিয়েছেন ৫টি উইকেট। গত কয়েক ম্যাচ ধরে সানরাইজার্স হায়দরাবাদের প্রথম একাদশে দেখা যাচ্ছে না উমরান মালিককে। কোথায় গেলেন তিনি? উমরানের বিষয়ে নাকি কিছু জানেন না দলের অধিনায়ক মার্করামও। হায়দরাবাদ অধিনায়কের কথায় চটেছেন প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেন। তাঁর কথায়, নিজের ঘরের খবরই জানেন না মার্করাম। তা হলে আর দল কী ভাবে সাফল্য পাবে!
রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে হায়দরাবাদ উমরানকে খেলায় কি না সে দিকে নজর ছিল সমর্থকদের। টসের পরে মার্করাম বলেন, ‘‘সত্যি বলতে উমরানের ব্যাপারে আমি খুব একটা বেশি জানি না। ও ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করতে পারে। ওর প্রতিভা আছে। কিন্তু জানি না পর্দার পিছনে কী চলছে!’’
মার্করামের কথার পরেই জল্পনা শুরু হয়েছে, তা হলে কি দলের অন্দরের ছবিটা খুব একটা ভাল নয়! ক্রিকেটারদের সঙ্গে অধিনায়কের সম্পর্ক জটিল। উমরান তাঁর পছন্দের নন বলেই কি মার্করাম তাঁকে খেলাচ্ছেন না! দলের কোচ ব্রায়ান লারাও জানিয়েছেন, ছন্দে না থাকায় দলে সুযোগ পাচ্ছেন না উমরান। কিন্তু যে দলে বেশির ভাগ ক্রিকেটারই ছন্দে নেই সেখানে উমরানকে সুযোগ দিতে দোষ কোথায়? এই প্রশ্নই তুলেছেন পিটারসেন।
বেঙ্গালুরুর কাছে হায়দরাবাদের হারের পরে ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার বলেছেন, ‘‘আট সপ্তাহ আগে হায়দরাবাদ দলে যোগ দিয়েছে মার্করাম। এত দিনে দলের সবার সম্পর্কে ওর ভাল ধারণা হওয়া উচিত। সেটাই অধিনায়কের কাজ। কিন্তু এখনও নিজের ঘরের খবরই জানে না মার্করাম। অধিনায়কই যদি এমন হয় তা হলে দল কী ভাবে সফল হবে!’’
পিটারসেনের সুরে কথা বলতে দেখা গিয়েছে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক অ্যারন ফিঞ্চকেও। তিনি বলেছেন, ‘‘দলে এমন এক জন বোলার রয়েছে যে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিবেগে বল করে। কিন্তু তাকে ম্যাচের পর ম্যাচ বসিয়ে রাখা হচ্ছে। এতে শুধু দলের ক্ষতি হচ্ছে না, সেই বোলারেরও আত্মবিশ্বাসে ঘাটতি হচ্ছে। উমরান যত খেলবে তত ভাল বল করবে। অধিনায়ক বা ম্যানেজমেন্ট কেন ওকে খেলাচ্ছে না সেটাই বুঝতে পারছি না।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy