আরসিবি-র ভাগ্য বদলাতে মরিয়া কোহালি। ছবি টুইটার
টানা ১৩ মরশুম কেটে গেলেও আইপিএলে সাফল্য অধরাই রয়ে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। এখনও একবারও ট্রফিতে হাত রাখতে পারেননি বিরাট কোহালিরা। চতুর্দশ মরশুমে সাফল্য পেতে মরিয়া তারা। নিলামের আগেই তাই তিন ক্রিকেটারকে ছেড়ে দিতে পারে। লক্ষ্য দলে নতুন শক্তির সঞ্চার।
এখন আরসিবি-র পকেটে মাত্র ৬.৫ কোটি টাকা রয়েছে। জানা গিয়েছে, উমেশ যাদবকে ছাড়া হতে পারে। গত দু’মরশুমে আহামরি কোনও পারফরম্যান্স নেই তাঁর। ভারতের হয়েও সাদা বলের ক্রিকেটে বাদ পড়েছেন। গত বার মাত্র দুটি ম্যাচ খেলেছেন। তাঁকে ছাড়লে চার কোটি টাকা ঢুকবে আরসিবি-র পকেটে।
২০১৯ মরশুমের আগে ঘটা করে পাঁচ কোটি টাকা দিয়ে শিবম দুবে-কে কিনেছিল আরসিবি। কিন্তু প্রত্যাশা মেটাতে ব্যর্থ তিনি। দুটি মরশুমেই কাঙ্ক্ষিত সাফল্য পাননি। তাঁকেও ছেড়ে দেওয়া হতে পারে।
আরও খবর: সিরাজের আউট সুইংয়ের রহস্য ফাঁস করলেন সচিন তেন্ডুলকর
আরও খবর: ‘নতুন আজহার’-এর নজরে আইপিএল, বিশ্বকাপ থেকে মার্সিডিজ
তালিকায় তিন নম্বরে রয়েছেন ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলি। ক্রিস মরিসকে নেওয়ায় দলে অলরাউন্ডারের প্রয়োজনীয়তা ফুরিয়েছে। গত মরশুমেও সে ভাবে সুযোগ পাননি। ৩ ম্যাচে মাত্র এক উইকেট ও ১২ রান তাঁর অবদান। তাঁকে বেচলে ১.৭০ কোটি টাকা ঢুকবে আরসিবি-র পার্সে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy