ছবি পিটিআই।
করোনাকে মাঠের ভেতরে আগেই হরিয়েছে আইপিএল। এবার মাঠের বাইরেও করোনাকে হারাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এই বছর গুগলে সবথেকে বেশি মানুষ আইপিএল-এর খোঁজ করেছেন।
বুধবার গুগল ইন্ডিয়া এই তথ্য জানিয়েছে। তাদের পরিসংখ্যান অনুযায়ী, এই বছর মানুষের সবথেকে বেশি আগ্রহ ছিল আইপিএল নিয়ে। এরপর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে করোনাভাইরাস। তারপর আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি, বিহার নির্বাচনের ফল এবং দিল্লি নির্বাচনের ফল।
গত বছর আইপিএল নিয়ে গুগলে যত মানুষ খোঁজ নিয়েছিলেন, এবার সেই সংখ্যাটা ২৮ শতাংশ বেড়েছে। খেলাধুলোয় আইপিএলের পরে রয়েছে যথাক্রমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ইংলিশ প্রিমিয়ার লিগ, ফ্রেঞ্চ ওপেন এবং লা লিগা।
আরও পড়ুন: বোর্ডের বার্ষিক সভায় সৌরভই সভাপতি, পদ নিয়ে পরবর্তী শুনানি জানুয়ারিতে
তবে ব্যক্তিদের নিরিখে এই তালিকায় ওপরের দিকে কোনও খেলোয়াড় নেই। এই ক্ষেত্রে শীর্ষে আছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর রয়েছেন সাংবাদিক অর্ণব গোস্বামী, গায়িকা কণিকা কাপুর, উত্তর কোরিয়ার রাষ্ট্রনেতা কিম জং উন, অভিনেতা অমিতাভ বচ্চন, কঙ্গনা রানাওয়াত, রিয়া চক্রবর্তী, অঙ্কিতা লোখান্ডে।
এই বছর যেখানে মানুষের জীবন প্রতিটি মুহূর্ত আবর্তিত হয়েছে করোনা ভাইরাস, কোভিড১৯-এর মতো নতুন শব্দে এবং ২০২০ সালে যেখানে খেলাধুলো প্রায় হয়নি, সেখানে গুগল সার্চে আইপিএল-এর শীর্ষে থাকাটা প্রমাণ করছে, ভারতবাসী কতটা ক্রীড়াপ্রেমী।
আরও পড়ুন: মোহনবাগানকে হারিয়ে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ জিতল তপন মেমোরিয়াল, জ্বলে উঠলেন শাহবাজ
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy