কেন উইলিয়ামসন ফাইল ছবি
আইপিএল-এ সানরাইজার্স হায়দরাবাদ দুটি ম্যাচ খেলে ফেললেও দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। নিউজিল্যান্ডের অধিনায়ক কনুইয়ের চোটের জন্য বাইরে রয়েছেন। কবে তাঁকে পাওয়া যাবে তা জানতে চাইছিলেন অনুরাগীরা। উইলিয়ামসন নিজেই সেই উত্তর দিয়েছেন।
কিউয়ি অধিনায়ক জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যাওয়ার আশা করছেন তিনি। এক ভিডিয়োয় বলেছেন, “যত দ্রুত সম্ভব ব্যথা থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছি। এটুকু বলতে পারি, চিকিৎসা ঠিক দিকেই এগোচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো ফিট হয়ে যেতে পারব।”
উইলিয়ামসনের সংযোজন, “অনুশীলন এবং রিহ্যাবের মধ্যে আপাতত ভারসাম্য রেখে চলতে হচ্ছে। কিন্তু বেশিরভাগ সময়েই বুঝতে পারছি উন্নতি হচ্ছে। তাই খুব শীঘ্রই পুরোপুরি সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আমি আশাবাদী।”
Kane Williamson gives us an update on his recovery.#OrangeOrNothing #OrangeArmy #IPL2021 pic.twitter.com/BP77O28Akk
— SunRisers Hyderabad (@SunRisers) April 16, 2021
প্রথম দুটি ম্যাচেই হেরেছে হায়দরাবাদ। তাই সমর্থকরা আপাতত উইলিয়ামসনের দ্রুত সুস্থ হয়ে ওঠার প্রার্থনা করছেন।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy