নাইট সংসারে যোগ দিলেন অধিনায়ক অইন মর্গ্যান। ছবি - কেকেআর
একদিনের সিরিজ শেষ হতেই আইপিএল জগতে ঢুকে পড়লেন অইন মর্গ্যান। তবে শুধু ইংল্যান্ডের অধিনায়ক নন, সোমবার কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দিলেন ভারতীয় দলের দুই তরুণ শুভমন গিল ও প্রসিদ্ধ কৃষ্ণ। দলের প্রধান প্রশিক্ষক ব্রেন্ডন ম্যাকালাম এসে গিয়েছেন। তবে নিয়ম মতো আগামী সাতদিন তাঁদের নিভৃতবাসে থাকতে হবে।
এদিকে রবিবার সন্ধেবেলা শহরে পা রেখেছেন শাকিব আল হাসান। তবে তাঁকে পুরো আইপিএলের জন্য ছাড়পত্র দেয়নি বাংলাদেশ বোর্ড। শাকিবের ছুটি আগামী ১৮ মে পর্যন্ত। ১৮ মে-র পর বাংলাদেশে সীমিত ওভারের সিরিজ খেলতে আসবে শ্রীলঙ্কা। ফলে কেকেআর যদি প্লে-অফ কিংবা আইপিএল ফাইনাল খেলে, সেক্ষেত্রে দল শাকিবকে নাও পেতে পারে।
গত শনিবার নাইট শিবিরে যোগ দিয়েছেন হরভজন সিংহ। অইন মর্গ্যানের দল যেহেতু এ বার মুম্বইতে খেলবে, তাই ডি ওয়াই পাটিল স্টেডিয়ামের নৈশালোকে অনুশীলন শুরু করে দিয়েছে দল। সাতদিনের নিভৃতবাস কাটিয়ে মাঠে নেমে পড়েছেন কমলেশ নগরকোটি, বরুণ চক্রবর্তী, রাহুল ত্রিপাঠি, সন্দীপ ওয়ারিওয়র ও নবাগত বৈভব অরোরা। দলের সহকারী কোচ অভিষেক নায়ার ও সহকারী বোলিং কোচ ওঙ্কার সালভের তত্বাবধানে চলছে অনুশীলন। ইতিমধ্যেই বেগুনি শিবিরে যোগ দিয়েছেন দুই ক্যারিবিয়ান আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ থেকে আমেরিকা হয়ে মুম্বইতে পা রেখেছেন দুই তারকা। তাঁরাও সাত দিনের নিভৃতবাস কাটিয়ে মাঠে নেমে পড়বেন।
আগামী ৯ এপ্রিল থেকে শুরু হয়ে আগামী ৩০ মে পর্যন্ত চলবে আইপিএল। প্লে অফ পর্ব শুরু ২৫ মে থেকে। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে আইপিএল অভিযান শুরু করবে কেকেআর।
From one bubble to another 👀
— KolkataKnightRiders (@KKRiders) March 29, 2021
A special delivery from Pune arrived this afternoon! 🤩@prasidh43 #KKR #HaiTaiyaar #IPL2021 #Cricket pic.twitter.com/Cy8mAaAN7J
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy