শনিবার দিল্লির হয়ে ধওয়ন। ছবি আইপিএল
চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে আইপিএলের প্রথম ম্যাচেই ছন্দে পাওয়া গিয়েছে তাঁকে। শিখর ধওয়ন বুঝিয়ে দিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বসিয়ে রাখার সিদ্ধান্ত ভুল ছিল। ৮৫ রানের ইনিংস খেলার পথে ধওয়ন তৈরি করে ফেলেছেন দুটি নজিরও।
সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পরে আইপিএলে ধওয়নের রান হল ৫,২৮৩। প্রতিযোগিতায় রান সংখ্যার বিচারে তৃতীয় স্থানে চলে এলেন তিনি। প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৫,৯১১। দ্বিতীয় স্থানে সুরেশ রায়না। দিল্লির বিরুদ্ধে অর্ধশতরানের পর যাঁর খাতায় রয়েছে ৫,৪২২ রান।
শুধু তাই নয়, কোহলীকে টপকে সিএসকে-র বিরুদ্ধে আইপিএলে সব থেকে বেশি রান করার নজিরও গড়লেন ধওয়ন। এতদিন পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে সব থেকে বেশি রান করেছিলেন কোহলী (৯০১)। শনিবারের ইনিংসের পর তাঁর থেকে ৯ রানে এগিয়ে গিয়েছেন ধওয়ন। প্রথম পাঁচের তালিকায় এর পরে রয়েছেন রোহিত শর্মা (৭৪৯), ডেভিড ওয়ার্নার (৬১৭), এবি ডিভিলিয়ার্স (৫৯৩)।
Gabbar has arrived 😎 Amazing team performance 💪 @DelhiCapitals pic.twitter.com/vvLyUk76Xa
— Shikhar Dhawan (@SDhawan25) April 10, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy