Advertisement
E-Paper

৪৭ বলে অপরাজিত ৬৯,এক ঢিলে তিন পাখি মারলেন শিখর ধওয়ন

৮ ম্যাচে ৩৮০ সর্বাধিক রান করে কে এল রাহুল টপকে ফের কমলা টুপির মালিক হলেন এই বাঁহাতি ওপেনার।

ফের একবার অর্ধ শতরানের পর ব্যাট দেখাচ্ছেন শিখর ধওয়ন

ফের একবার অর্ধ শতরানের পর ব্যাট দেখাচ্ছেন শিখর ধওয়ন ছবি - টুইটার

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২১ ২৩:২৮
Share
Save

চলতি আইপিএল-এ শিখর ধওয়নকে যেন আটকে রাখা যাচ্ছে না। ৪৭ বলে ৬৯ রানে অপরাজিত থেকে রবিবার এক ঢিলে যেন তিন পাখি মারলেন গব্বর! তাঁর মারমুখী ব্যাটিংয়ের জন্য দিল্লি ক্যাপিটালস যেমন ৭ উইকেটে পঞ্জাব কিংসের বিরুদ্ধে জিতল, তেমনই ৮ ম্যাচে ৩৮০ সর্বাধিক রান করে কে এল রাহুল টপকে ফের কমলা টুপির মালিক হলেন এই বাঁহাতি ওপেনার। একই সঙ্গে ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান তুলে জিতে লিগ তালিকার শীর্ষে চলে গেল ঋষভ পন্থের দিল্লি।

খেলা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে পঞ্জাব শিবিরের তরফ থেকে খারাপ খবরটা এসেছিল। অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে হঠাৎই হাসপাতালে ভর্তি হতে হল কে এল রাহুলকে। জানা গিয়েছে, পঞ্জাব কিংসের অধিনায়কের অস্ত্রোপচার করা হবে। অর্থাৎ আগামী কয়েকটি ম্যাচে তিনি অনিশ্চিত। যদিও তাঁর বদলে অধিনায়কত্ব করা ময়াঙ্ক আগরওয়াল কিন্তু চাপে ভোগেননি। প্রথমে ব্যাট করে তাঁর দলের বেশির ভাগ ব্যাটসম্যান নিজেদের মেলে ধরতে ব্যার্থ হলেও, একটা দিক আগলে রেখে শেষ পর্যন্ত খেলে গেলেন।

আগুনে বোলিং করে পঞ্জাবের ব্যাটিংয়ে ভাঙন ধরালেন কাগিসো রাবাডা। ছবি - টুইটার।

আগুনে বোলিং করে পঞ্জাবের ব্যাটিংয়ে ভাঙন ধরালেন কাগিসো রাবাডা। ছবি - টুইটার।

৫৮ বলে ৯৯ রানে অপরাজিত রইলেন ময়াঙ্ক। মারলেন ৮টি চার ও ৪টি ছয়। তাঁর বিস্ফোরক ইনিংসের জন্য নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৬ রান তুলল পঞ্জাব। প্রথম ইনিংসে ময়াঙ্ক নজর কাড়লে বল হাতে বাইশ গজে আগুন ঝরালেন কাগিসো রাবাডা। ক্রিস গেলকে ফিরিয়ে তিনি ক্ষান্ত থাকেননি। ৩৬ রানে নিলেন ৩ উইকেট। তাঁকে যোগ্য সঙ্গত করেন আবেশ খান ও অক্ষর পটেল।

তবে এতে পঞ্জাব সুবিধা করতে পারল না। পৃথ্বী শ ২২ বলে ৩৯ রানে হরপ্রীত ব্রারের বলে সাজঘরে ফিরলেও দিল্লিকে আটকানো যায়নি। কারণ প্রথম উইকেটে ৬৩ রান যোগ করার পর, দ্বিতীয় উইকেটে স্টিভ স্মিথকে সঙ্গে নিয়ে ৪৮ রান যোগ করে ম্যাচ নিজেদের দখলে নিয়ে চলে আসেন শিখর ধওয়ন। শুধু তাই নয়, শেষ পর্যন্ত ক্রিজে থেকে চলতি আইপিএল-এ দিল্লিকে ফের একবার জয় এনে দিলেন গব্বর। ফলে ৭ উইকেটে জিতে ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে গেল ঋষভ পন্থের দিল্লি।

IPL shikhar dhawan rishabh pant KL Rahul Kagiso Rabada mayank agarwal Delhi Capitals IPL 2021 Punjab Kings

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

এটি একটি প্রিন্ট আর্টিক্‌ল…

  • এমন অনেক খবরই এখন আপনার হাতের মুঠোয়

  • সঙ্গে রোজ পান আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার পড়ার সুযোগ

  • ই-পেপারের খবর এখন শুধুই ছবিতে নয়, টেক্সটেও

প্ল্যান সিলেক্ট করুন

মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে

Best Value
এক বছরে

৫১৪৮

১৯৯৯

এক বছর পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।
*মান্থলি প্ল্যান সাপেক্ষে
এক মাসে

৪২৯

১৬৯

এক মাস পূর্ণ হওয়ার পর আপনাকে আবার সাবস্ক্রিপশন কিনতে হবে। শর্তাবলী প্রযোজ্য।