প্রথমে বাইশ গজে এবি ডিভিলিয়ার্সের ব্যাটিং ঝড়, তারপর নরেন্দ্র মোদী স্টেডিয়ামের আকাশে উঠল তুমুল ঝড়। এর নাম দেওয়া হয়েছে ‘মরু ঝড়’। এর ফলে প্রায় নির্ধারিত সময় থেকে ১৫ মিনিট পরে দিল্লি ক্যাপিটালস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়।
ঝড়ের জন্য আগেও খেলা বন্ধ হয়েছে। ক্রিকেট ইতিহাসের দিকে ফিরে তাকালে এমন ঝড় সেই ১৯৯৮ সালের ২২ এপ্রিল উঠেছিল। শারজায় সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। সেই ম্যাচে ‘মরু ঝড়’ ওঠার আগেই অবশ্য সচিন তেন্ডুলকর বাইশ গজে ঝড় তুলেছিলেন। আর এ বার ২৭ এপ্রিল এমন ঘটনার সাক্ষী থাকল ক্রিকেট দুনিয়া।
খেলা বন্ধ থাকায় দুই দলই তাদের পরবর্তী ছক কষতে থাকে। এর আগে এবি ডিভিলিয়ার্সের ৪২ বলে অপরাজিত ৭৫ রানের সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭১ রান তোলে বিরাট কোহলীর দল।
🌪has enveloped Ahmedabad and the start of play has been delayed. It should clear up soon. 🤞🏾https://t.co/NQ9SSSBbVT #DCvRCB #VIVOIPL pic.twitter.com/F8E4EAIX0q
— IndianPremierLeague (@IPL) April 27, 2021