রোহিত শর্মা। ফাইল ছবি
গত বারের আইপিএল থেকে জৈব সুরক্ষা বলয়ে রয়েছেন বেশিরভাগ ভারতীয় ক্রিকেটার। মাঝে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড সিরিজের পর ফের আইপিএল এসেছে। কিন্তু জৈব সুরক্ষা বলয়ের শেষ হয়নি। প্রথম ম্যাচ খেলতে নামার আগে রোহিত শর্মা মনে করছেন, জৈব সুরক্ষা বলয়ে থাকায় দলের বাঁধুনি আরও শক্ত হয়েছে।
মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক বলেছেন, “কিছু ক্রিকেটারকে নতুন করে জানতে পারছি যারা আগে সাধারণত ঘরের বাইরে বেরোত না। আমরা একটা টিম রুম তৈরি করেছি যেখানে একে অপরের সঙ্গে দেখা করি। আগের বারের থেকে এটাই পরিবর্তন। যে ভাবে সবাই একে অপরের সঙ্গে মিশছে তাতে দলের বাঁধুনি আরও শক্ত হচ্ছে।”
রোহিতের কথায় উঠে এসেছে গত ছ’মাসের কঠিন সময়ও। বলেছেন, “আইপিএলে চোট পেয়েছিলাম। তারপর হ্যামস্ট্রিংয়ের চোট সারাতে হল। যে কারণে অস্ট্রেলিয়ায় কঠিন সফরে বেশ কিছু ম্যাচে খেলতে পারলাম না। কিন্তু গোটা বিশ্ব দেখেছে সেখানে আমরা কেমন খেলেছি। তরুণ ক্রিকেটাররা নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়েছে। তারপর নিজের দেশে ইংল্যান্ডকে সব ফরম্যাটে হারালাম। সেখানেও প্রত্যেককে নিজের দায়িত্ব পালন করতে দেখে ভাল লেগেছে।”
🗣️ "It's nice to have that company around and have that bonding going."
— Mumbai Indians (@mipaltan) April 8, 2021
Skipper Ro speaks on life inside the bubble and much, much more in our #MI catch-up! 💙#OneFamily #MumbaiIndians #IPL2021 @ImRo45 pic.twitter.com/Msdh5jLWSA
"Looking forward to get going!" 💪💙#KhelTakaTak #OneFamily #MumbaiIndians #MI #IPL2021 @ImRo45 pic.twitter.com/yS6IQtzxks
— Mumbai Indians (@mipaltan) April 9, 2021
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy