ছয়ের রেকর্ড রোহিতের। —ফাইল চিত্র
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে বিরাট জয় মুম্বই ইন্ডিয়ান্সের। সেই ম্যাচেই টি২০ ক্রিকেটে রেকর্ড গড়লেন ভারতীয় ওপেনার। প্রথম ভারতীয় হিসেবে টি২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারলেন রোহিত শর্মা।
রাজস্থানের শ্রেয়স গোপালের প্রথম ওভারে ছয় মারেন রোহিত। সেই সঙ্গে টি২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারা হয়ে যায় তাঁর। রাজস্থানের বিরুদ্ধে মঙ্গলবারের ম্যাচে এটি তাঁর দ্বিতীয় ছয়। বিশ্বের সপ্তম ব্যাটার হিসেবে টি২০ ক্রিকেটে ৪০০ ছয় মারার কীর্তি গড়লেন রোহিত। ভারতের হয়ে ১৩৩টি ছয় মেরেছেন তিনি। আইপিএল-এ তিনি মেরেছেন ২২৭টি ছয়। টি২০ চ্যাম্পিয়ন্স লিগে ১৬টি ছয় মেরেছেন রোহিত। অন্যান্য টি২০ প্রতিযোগিতায় ২৪টি ছয় মেরেছেন ভারতীয় ওপেনার।
প্রথম ভারতীয় হিসাবে টি২০ ক্রিকেটে ৪০০টি ছয় মারার কৃতিত্ব গড়লেন রোহিত। তার আগে এই কৃতিত্ব রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেল (১০৪২), কায়রন পোলার্ড (৭৫৮), আন্দ্রে রাসেল (৫১০), নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাকালাম (৪৮৫), অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (৪৬৭), দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্সের (৪৩৪)।
রাজস্থানের বিরুদ্ধে ১৩ বলে ২২ রান করেন রোহিত। ৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সহজেই সেই রানে পৌঁছে যায় মুম্বই। রান রেটও অনেকটা বাড়িয়ে নেয় তারা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy