বিরাট কোহলীর সঙ্গে উমরান মালিক টুইটার
সানরাইজার্স হায়দরাবাদের জোরে বোলার উমরান মালিককে নজরে রাখছেন বিরাট কোহলী। বুধবার রাতে লিগ টেবিলের শেষে থাকা হায়দরাবাদের বিরুদ্ধে হারের পর উমরানের প্রশংসা শোনা গেল ভারত অধিনায়কের মুখ থেকে। উমরান এবারের আইপিএল-এ সবচেয়ে দ্রুত গতিতে বল করেছেন। বুধবার তাঁর একটি বল ঘণ্টায় ১৫৩ কিলোমিটার বেগে করেন উমরান।
ম্যাচ শেষে বিরাট বলেন, ‘‘আইপিএল-এ প্রতি বছর নতুন প্রতিভাবান ক্রিকেটার উঠে আসে। ১৫০ কিলোমিটার গতিতে কাউকে বল করতে দেখে খুব ভাল লাগছে। জোরে বোলার উঠে এলে ভারতীয় ক্রিকেটের জন্য সেটা ভাল লক্ষণ। এই ধরনের প্রতিভার দিকে নজর রাখতে হবে।’’
শ্রীকর ভরতকে আউট করা উমরানকে প্রশংসায় ভরালেন কেন উইলিয়ামসনও। তিনি বলেন, ‘‘ও সত্যি দারুণ ক্রিকেটার। আমাদের সঙ্গে দুই মরসুম নেটে থেকেছে, বল করেছে। উমরান সত্যি একজন দারুণ প্রতিদ্বন্দ্বী। আর সেটা ও প্রমাণ করে দিয়েছে।’’
টি নটরাজনের করোনা ধরা পড়ায় দলে সুযোগ পান কাশ্মীরের এই জোরে বোলার। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমে তাঁর গতি সকলের নজর কেড়েছিল।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy