গ্লেন ম্যাক্সওয়েল। ছবি সংগৃহীত।
বিরাট কোহালি, এবি ডিভিলিয়ার্সের সঙ্গে এ বার গ্লেন ম্যাক্সওয়েলকে দেখা যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোর দলে। এমনটাই মনে করেন প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক গৌতম গম্ভীর।
গত বারের আইপিএলে একেবারেই চেনা ছন্দে দেখা যায়নি ম্যাক্সওয়েলকে। কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ১৩টি ম্যাচে তাঁর রান ১০৮। গড় ১৫.৪২। তাই ফেব্রুয়ারিতে ম্যাক্সওয়েলকে ছেড়ে দিতে বাধ্য হয় পঞ্জাব শিবির।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গলোরের ঘরের মাঠ চিন্নাস্বামী স্টেডিয়াম। পিচ বরাবরই ব্যাটসম্যানদের স্বর্গ। মাঠও তুলনামূলক ছোট। সেই মাঠে একাধিক বড় ইনিংস রয়েছে ম্যাক্সওয়েলের। তাই গম্ভীর মনে করেন, সব পরিসংখ্যান মাথায় রেখে তাঁর জন্য ঝাঁপাবে আরসিবি।
শনিবার দ্বিতীয় টেস্টের লাঞ্চ বিরতিতে সম্প্রচারকারী চ্যানেলে গম্ভীর বলেছেন, "এ বারের নিলামে দু'টি দল সব চেয়ে বেশি ক্রিকেটার কিনবে। প্রথমটি আরসিবি, দ্বিতীয়টি পঞ্জাব। দু'টি দলই তাদের বেশির ভাগ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তাই দলে ভারসাম্য ফেরানোর লক্ষ্য থাকবে তাদের।" যোগ করেন, "এ বারের নিলামে চড়া অর্থে নেওয়া হবে ম্যাক্সওয়েলকে। ২০১৪ আইপিএল-এর পর থেকে সে রকম কিছু করতে না পারলেও ম্যাক্সওয়েলের উপস্থিতি বিপক্ষের চাপ বাড়ায়। আমার ধারণা, এ বার আরসিবি ওকে নেওয়ার জন্য ঝাঁপাবে।"
গম্ভীর ব্যাখ্যাও করেন, কেন ম্যাক্সওয়েলকে নিলে সুবিধা হবে বিরাট কোহালির দলের। গম্ভীরের কথায়, "ওদের ব্যাটিং লাইন-আপ যদি দেখি, তা হলে দেবদত্ত পাড়িকল ও বিরাট কোহালি ওপেন করবে। ওদের দলে এবি ডিভিলিয়ার্সের মতো বিধ্বংসী ব্যাটসম্যান রয়েছে। তার পরে যদি ম্যাক্সওয়েলের মতো কেউ ব্যাট করতে আসে, তা হলে বুঝতে অসুবিধে নেই, কতটা শক্তিশালী হয়ে উঠবে আরসিবি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy