রবিচন্দ্রন অশ্বিনের ছ’টি টুইট। ফাইল চিত্র
রবিচন্দ্রন অশ্বিনের ছ’টি টুইট। অইন মর্গ্যানের সঙ্গে তাঁর গন্ডগোল নিয়ে সে দিন কী ঘটেছিল, তা পরিষ্কার করলেন। সেই সঙ্গে এক হাত নিলেন মর্গ্যান এবং টিম সাউদিকেও। কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচের সেই বাদানুবাদ যেন থামছেই না।
প্রথম টুইটে অশ্বিন লেখেন, ‘আমি দেখলাম ফিল্ডার বল ছুড়ছে। ঋষভ পন্থের গায়ে বল লেগেছে আমি দেখিনি। তা হলে কি আমি দৌড়ব? অবশ্যই দৌড়ব এবং সেটা নিয়মের মধ্যে। মর্গ্যান যেমন বলছে, আমি কি ততটাই খারাপ ব্যবহার করেছি? একদমই না।’
দ্বিতীয় টুইটে অশ্বিন লেখেন, ‘আমি কি লড়াই করেছি? না, আমি নিজের পক্ষে ছিলাম, সেটাই আমাকে শিক্ষকরা শিখিয়েছেন। আমার অভিভাবকরা শিখিয়েছেন নিজের জন্য লড়াই করতে। মর্গ্যান এবং সাউদি যা ভাবছে ভাবতে পারে।’
1. I turned to run the moment I saw the fielder throw and dint know the ball had hit Rishabh.
— Mask up and take your vaccine🙏🙏 (@ashwinravi99) September 30, 2021
2. Will I run if I see it!?
Of course I will and I am allowed to.
3. Am I a disgrace like Morgan said I was?
Of course NOT.
right to take a moral high ground and use words that are derogatory.
— Mask up and take your vaccine🙏🙏 (@ashwinravi99) September 30, 2021
What’s even more surprising is the fact that people are discussing this and also trying to talk about who is the good and bad person here!
To all the ‘Cricket is a gentleman’s game’ fans in the house’:⬇️⬇️⬇️
তৃতীয় টুইট করেন অশ্বিন। তিনি লেখেন, ‘আমি নীতিগত ভাবে সঠিক থাকতে চেয়েছিলাম, যাতে কোনও অপমানজনক মন্তব্য না ব্যবহার করি। কিন্তু সব চেয়ে অবাক করা বিষয় এটা নিয়ে আলোচনা হচ্ছে। মানুষ জানতে চাইছে কে ভাল, কে খারাপ। সবাইকে বলছি ক্রিকেট ভদ্রলোকের খেলা।’
চতুর্থ টুইটে অশ্বিন লেখেন, ‘একাধিক ক্রিকেটার রয়েছেন, তাঁদের নিজস্ব মতামত রয়েছে। তাঁরা নিজেদের মতো কেরিয়ার তৈরি করতে চাইছেন। তাঁদের শেখানো উচিত যে, তোমাকে আউট করার জন্য একটা বাজে থ্রোতে অতিরিক্ত রান তোমার কেরিয়ার তৈরি করতে পারে, আবার একজন নন স্ট্রাইকার এক গজ এগিয়ে থাকলে কেরিয়ার শেষও হয়ে যেতে পারে।’
Do not confuse them by telling them that you will be termed a good person if you refuse the run or warn the non striker, because all these people who are terming you good or bad have already made a living or they are doing what it takes to be successful elsewhere.
— Mask up and take your vaccine🙏🙏 (@ashwinravi99) September 30, 2021
Give your heart and soul on the field and play within the rules of the game and shake your hands once the game is over.
— Mask up and take your vaccine🙏🙏 (@ashwinravi99) September 30, 2021
The above is the only ‘spirit of the game’ I understand.
পঞ্চম টুইটে অশ্বিন লেখেন, ‘রান না নিলে বা নন স্ট্রাইকারকে সতর্ক না করলে, আপনি ভাল মানুষ এমন বলে ওঁদের বিভ্রান্ত করা উচিত নয়। কারণ যাঁরা আপনাকে ভাল বা খারাপ বলছে, তাঁরা নিজেরা কিন্তু জীবনে যেটা করার সেটা করে কেরিয়ার তৈরি করে নিয়েছে।’
ষষ্ঠ টুইটে অশ্বিনের বক্তব্য, ‘মাঠে নিজের জীবন দিয়ে খেলো। নিয়ম মেনে খেলো। খেলা শেষ হলে হাত মিলিয়ে নাও। সবার উপরে ক্রিকেট। এটাই আমি বুঝি।’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy