ক্রিস মরিস ফাইল চিত্র
এ মরসুমে আইপিএলে সবচেয়ে বেশি দাম পেয়েছেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ক্রিস মরিস। ১৬ কোটি ২৫ লক্ষ টাকা তাঁকে দিচ্ছে রাজস্থান রয়্যালস। সাধারণ সমর্থকদের মনে তাই স্বাভাবিক ভাবেই প্রশ্ন জাগে এই টাকা দিয়ে কী করবেন মরিস? নিজের জন্য নয় পরিবারের জন্যই এই টাকা খরচ করতে চান দক্ষিণ আফ্রিকার এই ক্রিকেটার।
সমর্থকের প্রশ্নের উত্তরে মরিস বলেন, ‘‘সত্যি বলতে আমি খুব ভাগ্যবান। আইপিএল আমার কাছে অত্যন্ত সৌভাগ্যের। আমার বিশেষ কিছু কেনার পরিকল্পনা নেই। আমি শুধু আমার পরিবারের প্রতি নজর দিতে চাই। এটা নিশ্চিত করতে চাই যে, একদিন যেন আমার সন্তানরা স্কুলে যেতে পারে, বিশ্ববিদ্যালয়ে যেতে পারে। ১৮ বছর বয়স হলে লাইসেন্স পাওয়ার পর প্রয়োজন পড়লে আমি যেন ওদের গাড়ি কিনে দিতে পারি। যেন পরিবারকে বেড়াতে নিয়ে যেতে পারি, এই সবই চাই। আমি শুধু চাই আমার পরিবার যেন ভালো থাকে।'
এত টাকা পেলে স্বাভাবিক ভাবেই ভাল খেলার চাপ আসে। সেটা অস্বীকার করছেন না মরিসও। তিনি বলেন, ‘‘প্রথম দিকে চাপ হয়েছিল। এটা অস্বীকার করব না। তবে আসতে আসতে সেটা অনেকটাই কেটেছে। আইপিএল শুধু না, যে কোনও ধরনের ক্রিকেটে ধারাবাহিকতা বজায় রেখেই ভাল খেলে যেতে হয়।’’
জফ্রা আর্চরের অনুপস্থিতিতে বোলার হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব নিতে তৈরি মরিস। তিনি বলেন, ‘‘আমাদের দলে বৈচিত্র রয়েছে। স্টোকস ওপেন করে, আমি শেষ দিকে নামব ব্যাট করতে। আর বোলিংয়ের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা হবে। গত মরসুমে স্টোকস সে ভাবে বল করেনি। এবার আমি আর ও একসঙ্গে খেলব, এটা দারুণ ব্যাপার।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy