সুস্থ হয়ে অনুশীলনে যোগ দিলেন নীতীশ রানা। ফাইল চিত্র
অবশেষে সবাইকে স্বস্তি দিয়ে মাঠে নেমে পড়লেন কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডার ব্যাটসম্যান নীতীশ রানা। গত বৃহস্পতিবার তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তবে এ বার তাঁর ফল নেগেটিভ আসার পর অনুশীলনে যোগ দিয়েছেন দিল্লির এই বাঁহাতি ব্যাটসম্যান। মুম্বইয়ে নিভৃতবাসে থাকার সময় তাঁর করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছিল।
নাইটদের তরফ থেকে এই বিষয়ে একটি ভিডিয়ো বার্তা দেওয়া হয়েছে। সেখানে তিনি বলেন, “মুম্বইতে দলে যোগ দেওয়ার আগে সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসার পরেই বিমানে চেপেছিলাম। এরপর টিম হোটেলে এসে নিভৃতবাসে চলে যাই। সেই সময়ও একবার পরীক্ষা করা হয়েছিল। যদিও আমি একদম সুস্থ ছিলাম। শরীরে কোনও উপসর্গ ছিল না। তাই ফের একবার কোভিড পরীক্ষা হওয়ার পর ফল যে পজিটিভ আসবে সেটা স্বপ্নেও ভাবিনি। কারণ আমি কিন্তু বিসিসিআই ও ডাক্তারদের দেওয়া সব নিময় মেনে চলেছিলাম। যদিও সেই ঘটনার এগারো দিনের পর দুই বার পরীক্ষা করা হয়। আমার সৌভাগ্য হল শেষ দুটো রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই দলে যোগ দিয়েই অনুশীলন শুরু করে দিয়েছি।” ভিডিয়োর শেষে যোগ করেছেন, “করোনা খুবই মারাত্মক ভাইরাস। তাই আপনাদের কাছে আবেদন নিজের কাছের ও পরিবারের লোকদের যত্ন নিন।”
গত আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৩৫২ রান করেছিলেন রানা। সব মিলিয়ে আইপিএলে মোট ৬০টি ম্যাচ খেলে ১,৪৩৭ রান করেছেন তিনি। এবারের বিজয় হজারে ট্রফিতেও ভাল খেলেছেন। সেখানে ৭টি ম্যাচে ৩৯৮ রান করেছেন তিনি। গড় ৬৬.৩৩।
Nitish Rana joined his teammates last evening, after two consecutive negative results for Covid-19 💜
— KolkataKnightRiders (@KKRiders) April 3, 2021
Having just beaten the virus, he urged everyone to stay safe and take all necessary precautions against Corona virus.@NitishRana_27 #KKRHaiTaiyaarhttps://t.co/G6aVZigXQT
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy